 ২০০৬ সালের পেইচিং আন্তর্জাতিক গাড়ী মেলা ১৯ নভেম্বর সকালে পেইচিংয়ে শুরু হয়েছে। এবারের গাড়ী মেলা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
এবারের গাড়ী মেলায় অনেক হাই-টেকসহ গাড়ীসহ চীনের নিজস্ব গবেষণায় তৈরী গাড়ী প্রদর্শিত হয়। মেলায় বিশ্বের গাড়ী উন্নয়নের প্রবণতা এবং দেশ-বিদেশী গাড়ী শিল্পের গুণগত মান বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে।

২০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫'শটি কোম্পানি এবারের মেলায় অংশ নিয়েছে। ৫৭২টি গাড়ী প্রদর্শনীতে স্থান পেয়েছে। গাড়ী মেলার ইতিহাসে এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
|