চীন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্বিতীয় পর্যায়ের যৌথ সামুদ্রিক মহড়া ১৯ নভেম্বর সকালে দক্ষিণ-চীন সাগরে অনুষ্ঠিত হয়েছে । চীনের একটি ক্ষেপণাস্ত্রবাহিত ডেস্ট্রয়ারও একটি সরবরাহ জাহাজ আর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্ষেপণাস্ত্রবাহিত ডেস্ট্রয়ার ও একটি পরিবহন জাহাজ এ মহড়ায় অংশ নিয়েছে ।
মহড়ার পরিকল্পনা অনুসারে একটি জাহাজ দক্ষিণ-চীন সাগরে আক্রমণের সম্মুখীন হয় । চীনের নৌবাহিনী এ সময় তার জলসীমায় চলমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোর কাছে পরিত্রাণের অনুরোধ জানায় । চীন ও যুক্তরাষ্ট্র মিলিতভাবে এ মহড়া পরিচালনা করেছে । মহড়ায় আলোর সংকেত দেওয়া , পতাকা আন্দোলিত করে বার্তা প্রেরণ , প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ও ত্রাণের চর্চা করা হয়েছে ।
গত সেপ্টেম্বর মাসে চীনের নৌবাহিনীর জাহাজগুলোর যুক্তরাষ্ট্র সফরকালে সানদিয়োগোর নিকটবর্তী জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে প্রথম পর্যায়ের যৌথসামুদ্রিক মহড়া করেছে ।
|