|
 |
(GMT+08:00)
2006-11-18 19:43:01
|
তাইওয়ান প্রণালীর দু পারের মধ্যে কৃষি ক্ষেত্রের সহযোগিতা চালানো হলে দু পার উপকৃত হবে
cri
চীনের উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়েন ইউ ১৮ নভেম্বর ফুচিয়েন প্রদেশের জেনযৌ শহরের বলেছেন, তিনি আশা করেন, তাইওয়ান প্রণালীর দু পারের সবাই হাতে হাত মিলিয়ে কৃষি ক্ষেত্রের সহযোগিতা আরও সম্প্রসারণ এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র উন্নত করা সহ , দু পারের জনগণের স্বার্থের দিকে আরও গুরুত্ব দেয়া হবে। তাইওয়ান প্রণালীর দু পারের অষ্টম ফুল প্রদর্শনী আর কৃষি সহযোগিতা সংক্রান্ত আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, দু পারের কৃষির ক্ষেত্রে প্রত্যেকেরই নিজ নিজ প্রাধান্য রয়েছে । পারষ্পরিক উপকারিতামূলক সহযোগিতার বিরাট সুপ্তশক্তি রয়েছে। এক হাজারেরও বেশী শিল্প-প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। এদের মধ্যে ৩৪০টি হল তাইওয়ানের শিল্প-প্রতিষ্ঠান।
|
|
|