চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র বিমোচন গ্রুপের কার্যালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি ১৭ নভেম্বর বলেছেন , পরবর্তী পাঁচ বছরে চীন আসিয়ানের দেশগুলোর জন্য এক হাজার দারিদ্র বিমোচন কর্মীকে প্রশিক্ষণ দেবে । দক্ষিণ পশ্চিম চীনের নাননিং শহরে অনুষ্ঠিত এক দারিদ্র বিমোচন কর্মশালায় দায়িত্বশীল এই ব্যক্তিএই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , দারিদ্র বিমোচন চীনসহ ব্যাপক উন্নয়নশীল দেশের একটি অভিন্ন কর্তব্য । নিজের প্রচেষ্টা ছাড়াও পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্তব্য সম্পন্ন করার এটি একটি কার্যকর উপায় । চীন অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সমাজ উন্নয়ন ও দারিদ্র বিমোচন ক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করতে চায় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় ।
জানা গেছে , গত বছরের শেষ দিকে চীনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । এই কেন্দ্র পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা বিনিময়ের একটি ফ্ল্যাটফর্ম যুগিয়েছে । এই কেন্দ্র প্রতিষ্ঠার পর এক বছরে উন্নয়নশীল দেশগুলোর ১২০জন দারিদ্র বিমোচন কর্মী এই কেন্দ্রে প্রশিক্ষণ পেয়েছেন ।
|