সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেসরকারী ক্ষেত্রের অর্থনৈতিক উন্নয়ন খুবই দ্রুত। গত বছর বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের জি ডি পির সংখ্যার প্রায় ৫০ শতাংশ সৃষ্টি করেছে।
১৭ নভেম্বর পূর্ব চীনের নান চিং-এ অনুষ্ঠিত "বেসরকারী মালিকানাধীন অর্থনীতিকে সুষ্ঠুভাবে উন্নয়নের ফোরামে এই খবর জানা গেছে।
চীনের বেসরকারী অর্থনৈতিক গবেষণা পরিষদের পরিচালক বাও ইউ ইয়ুন সম্মেলনে ব্যাখ্যা করেছেন, চলতি বছরের জুন মাস পর্যন্ত চীনের ব্যক্তিগত ব্যবসায়ীর সংখ্যা দু'কোটি ৫০.৫ লাখ, মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৬.৪ লাখ। তাদের নিবন্ধিকৃত সম্পদ ৭.৪ ট্রিলিয়ন ইউয়ান।
|