আগামী বছরের ১৮ এপ্রিল থেকে চীনের রেলগাড়ির গতি আরেকবার ব্যাপকভাবে দ্রুত করা হবে । ফলে রেলগাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ২০০ কিলোমিটারেরও বেশি হবে ।
চীনের উপ-রেল মন্ত্রী হু ইয়া তুং ১৭ নভেম্বর পেইচিংয়ে এ কথা বলেছেন ।
জানা গেছে , ১৯৯৭ সাল থেকে চীনে পর পর পাঁচবার রেলগাড়ির গতি বাড়ানো হয়েছে । ফলে রেলগাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ১৬০ কিলোমিটারে দাঁড়িয়েছে । আগামী বছর রেল গাড়ির গতি আবার দ্রুত করার পর চীনে যে সব রেলপথের ঘন্টায় গতি ১২০ কিলোমিটারের বেশি , সে সব রেলপথের দৈর্ঘ্য ২০ হাজার কিলোমিটারেরও বেশি হবে । এর মধ্যে ঘন্টায় গতি ২০০ কিলোমিটারেরও বেশি হবে এমন রেলপথের দৈর্ঘ্য ৬ হাজার কিলোমিটারেরও বেশি হবে । তখন চীনের রেলপথের যাত্রীবাহী ও মালবাহী সামর্থ্য বিপুলমাত্রায় বেড়ে যাবে ।
|