জাতিসংঘের খাদ্য পরিকল্পনা সংস্থা ১৭ নভেম্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানকে জরুরী সাহায্য দানের আহবান জানিয়েছে , যাতে শীতকালে বাধা-বিঘ্ন কাটিয়ে উঠার জন্য বিপুলসংখ্যক আফগান অধিবাসীদের সাহায্য করা যায় ।
জাতিসংঘের খাদ্য পরিকল্পনা সংস্থার মুখপাত্র ইবাদুল্লাহ ইবাদি একই দিন কাবুলে বলেছেন , এই সংস্থার দায়িত্ব ৩৫ লাখ আফগান অধিবাসীকে খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করা । বর্তমানে আফগানিস্তানে এই সংস্থার খাদ্য সঞ্চয় শেষ হয়েছে । তিনি বলেছেন , এই সংস্থার দায়িত্বের আওতার বাইরে আরো ৪৯ লাখ আফগান অধিবাসী খাদ্যের অভাব ও খরার হুমকীর মুখে রয়েছে ।
বহু বছর ধরে যুদ্ধ ও বিশৃঙ্খলার দরুণ আফগানিস্তান ব্যাপকভাবে জাতিসংঘের ত্রাণ-সাহায্যের ওপর নিভর করে আসছে । অর্থাভাবে এ মাসে জাতিসংঘের খাদ্য পরিকল্পনা সংস্থার পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আফগানিস্তানের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার সরবরাহের একটি কার্যক্রম তুলে নেয়া হয়েছে ।
|