১৭ নভেম্বর দক্ষিণ থাইল্যান্ডের নারাতিওয়াট প্রদেশে তিনবার বিস্ফোরণেএকজন নিহত আর ২৪জন আহত হয়েছে । আহতদের মধ্যে ৫জন সৈনিক ।
স্থানীয় পুলিশ বলেছে , বিস্ফোরণতিনটি নারাওয়াটি প্রদেশের কেন্দ্রস্থলে ঘটে । এখন পর্যন্ত কোনো লোক বা সংস্থা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি । কিন্তু পুলিশ মনে করে যে , বিস্ফোরণগুলো দক্ষিণ থাইল্যান্ডের বিচ্ছিন্নতাবাদীরা ঘটিয়েছে ।
২০০৪ সালের প্রথম দিকে দক্ষিণ থাইল্যান্ডেরপাতানি , নারাওয়াটি ও ইয়ালা সহ তিনটি জায়গায় পরপর বলপ্রয়োগেরঘটনা ও রক্তাক্ত সংঘর্ষ ঘটে । এ পর্যন্ত মোট দেড় হাজার লোক সংঘর্ষে ও বিস্ফোরণে মারা গেছেন । থাই প্রধানমন্ত্রী সিয়াইয়ুট চুলানোট ১৬ নভেম্বর নারাওয়াট পরিদর্শন করার সময় বলেছেন , শান্তিপূর্ণবাবেদক্ষিণ থাইল্যান্ডের সমস্যার সমাধান করা হবে ।
|