v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-17 18:37:43    
এফ এম ৯৩--- লাওসের শ্রোতাদের কানে দেয়া উপহার

cri

 চীন আন্তর্জাতিক বেতার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে প্রতিষ্ঠিত এফ এম ৯৩ বেতার ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হবে। এটা হচ্ছে বিদেশে সি আর আই এর প্রতিষ্ঠিত দ্বিতীয় এফ এম বেতার এবং চীনের বাইরে এশিয়ায় প্রতিষ্ঠিত প্রথম এফ এম বেতার।

 লাওসের শ্রোতা সিখোন বুনভিলাই হচ্ছেন সি আর আই এর লাওস ভাষার একজন নিয়মিত শ্রোতা। সি আর আই এর ভিয়েনতিয়েন এফ এম বেতার প্রতিষ্ঠার খবর জেনে খুব খুশি। তিনি বলেছেন, "আমি আপনাদের অনুষ্ঠান শুনতে খুব পছন্দ করি। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা অনেক জ্ঞান লাভ করে । বিনোদন অনুষ্ঠানও মন্দ নয়। আমি মনে করি, লাওসের শহর বা গ্রামবাসী সবাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে খুব ভালোভাবে চীন, চীনা লোক এবং চীনের সংস্কৃতি জানতে পারেন। এর মাধ্যমে লাওস ও চীনের ঐতিহ্যিক মৈত্রী আরো গভীরতর হবে। আমি মনে করি , ভিয়েনতিয়েন এফ এম বেতার হচ্ছে সি আর আই এর আমাদের কানে দেয়া উপহার।"

 পরিকল্পনা অনুযায়ী, সি আর আই এর ভিয়েনতিয়েন এফ এম বেতার ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে। তখন থেকে রোজ সাড়ে বারো ঘন্টা লাওসিয়ান ভাষা, চীনা ভাষা আর ইংরেজী ভাষার অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এফ এম বেতারের প্রতিষ্ঠা কেবল লাওসের সাধারণ শ্রোতাদের গভীর আগ্রহ জাগিয়ে তুলেছে তাই নয়, বরং লাওসের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও অনুষ্ঠান নিয়ে মহত্ প্রত্যাশা ব্যক্ত করেছেন। লাওসের জাতীয় বেতারের মহাপরিচালক সিফা নোংলাথ বলেছেন, "চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম বেতার লাওস ও চীনের জনগণের ঐতিহ্যিক মৈত্রী বাড়ানোর ক্ষেত্রেসেতু বন্ধন হিসেবে কাজ করবে, দু'দেশের সংস্কৃতির আদান-প্রদান জোরদার করবে এবং দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা সম্প্রসারণে অবদান রাখবে। লাওসের জনগণ , বিশেষ করে ভিয়েনতিয়েনের জনগণ এবং নিকটবর্তী প্রদেশের লোকেরা প্রতিদিন সি আর আই-এর অনুষ্ঠান শুনতে পারেন। তাঁরা স্পষ্ট ও সময়োচিতভাবে চীনের নির্মান ও বিকাশের অবস্থা এবং বিশ্বের সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন। এর পাশাপাশি চীন, লাওস তথা সারা বিশ্বের মনোরম সংগীতও উপভোগ করতে পারবেন।"

 সি আর আই এর মহাপরিচালক ওয়াং গেন নিয়েন মিঃ সিফার সঙ্গে পুরোপুরি একই মত। তিনি বলেছেন, "চীন ও লাওসের পাহাড় , নদনদী সংলগ্ন, আমাদের মনও সংলগ্ন। দু'দেশের সংস্কৃতির বিনিময়ের ইতিহাস সুদীর্ঘকালের। চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম বেতারের প্রতিষ্ঠা ও সম্প্রচার হচ্ছে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ফল। এটা নতুন যুগে চীন ও লাওসের জনগণের মহান মৈত্রী উন্নয়নের প্রতীক ।"

 লাওসে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ ইয়ো সিং এফ এম বেতারের অনুষ্ঠান সম্পর্কে কিছু মতামত দিয়েছেন। তিনি বলেছেন, "এফ এম বেতারের অনুষ্ঠানে লাওসের শ্রোতাদের পছন্দনীয় অনুষ্ঠান বেশি করে সম্প্রচার করা উচিত। তা ছাড়া ব্যবহারিক বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও শিক্ষা , চীনা ভাষা শিক্ষাদান আর কিছু খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করা উচিত।"

 এ বছর হচ্ছে চীন ও লাওসের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। সি আর আই এর ভিয়েনতিয়েন এফ এম বেতারের সম্প্রচারের সময় ঠিক সি আর আই প্রতিষ্ঠার ৬৫ বছর পূর্তি । চীনের জাতীয় বেতার চলচ্চিত্র ও টেলিভিশন দপ্তরের মহাপরিচালক ওয়াং থাই হুয়াং এই বেতারের কাছে অনেক প্রত্যাশা করেছেন। তিনি বলেছেন, "নতুন যুগের সাংস্কৃতিক দূত হিসেবে চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম বেতার অবশ্যই নতুন ঐতিহাসিক যুগে চীন ও লাওসের জনগণের মধ্যে আদান-প্রদান ও সমঝোতা বাড়ানো, সহযোগিতা ও সমর্থন জোরদার করার মৈত্রী হিসেবে কাজ করবে। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে চীন ও লাওসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন পর্যায়ে উন্নতি হবে। দু'দেশের জনসাধারণের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। "