সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের স্কুলবয়সী ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হার ৯৬ শতাংশে দাঁড়িয়েছে । ১৯৫৯ সালে গণতান্ত্রিক সংস্কার চালু হওয়ার আগে তিব্বতের ৯০ শতাংশেরও বেশি যুবকযুবতী নিরক্ষর ছিলেন । সাধারণ মানুষের শিক্ষা লাভের সুযোগ কম ছিল ।
বিশাল তিব্বতের গড়পরতা উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটারের বেশি । বিশাল এলাকায় বসবাস করে থাকেন বলে ২৭ লাখ তিব্বতী কৃষক ও পশু পালকদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি হওয়া অত্যন্ত কঠিন । তিব্বতী জনগণের শিক্ষা লাভের স্বার্থ রক্ষার জন্যচীন সরকার তিব্বতের কৃষক ও পশু পালকদের ছেলেমেয়েদের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে খাওয়া ও থাকার ব্যবস্থা নিয়েছে ।
এখন গোটা তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে মোট ১০০০ মাধ্যমিক ও প্রাথমিক স্কুল আছে ।তিব্বতে বিশেষ শিক্ষা , পেশাদারী শিক্ষা , উচ্চ শিক্ষা সহ এক পরিপূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ।
|