চীনের প্রথম মানবাধিকার সংক্রান্ত বড় আকারের সার্বিক প্রদর্শনী --- চীনের মানবাধিকার প্রদর্শনী ১৭ নভেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক ছাই উ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এ বছর হচ্ছে জাতিসংঘের "নাগরিকদের রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি" আর "অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত চুক্তি" অনুমোদনের ৪০ বছর পুর্তী এবং চীনের প্রথম মানবাধিকার শ্বেতপত্র "চীনের মানবাধিকার অবস্থা" প্রকাশের ১৫ বছর পুর্তীর বছর। তিনি বলেছেন, "রাষ্ট্রের মানবাধিকারকে সম্মান ও তা নিশ্চিত করা" সংবিধানে এমন মূলনীতি অবলম্বন করা এবং অব্যাহতভাবে চীনের মানবাধিকার ক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করা চীন সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক চিন্তাধারায় পরিণত হয়েছে।
এবারের প্রদর্শনীতে ছবি ও আইনগত কিছু দলিলপত্রসহ নানা বাস্তব জিনিস দিয়ে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে জনগণের বেঁচে থাকার অধিকার, উন্নয়নের অধিকার এবং নাগরিকদের নানা স্বার্থ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের অর্জিত সাফল্যকে তুলে ধরা হয়েছে।
|