১৭ নভেম্বর চীনের প্রেসিডেন্ট হু চিনথাও হ্যানয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন টান দুং'র সঙ্গে বৈঠক করে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ক্ষেত্রে চীনের মতামত ব্যাখ্যা করেছেন ।
তিনি বলেছেন, চীন ও ভিয়েতনামের উচিত বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ত্বরান্বিত করা, দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ করা , বিরাট পরিমাণের পণ্যদ্রব্যের বাণিজ্যকে গুরুত্ব দেয়া, সক্রিয়ভাবে বাণিজ্যের উন্নয়ন উন্নত করা, শিল্প ও ভিত্তিমূলক ব্যবস্থাপনার নির্মাণ ও জ্বালানী সম্পদসহ প্রকল্পের সহযোগিতাকে সম্প্রসারণ করা এবং বহুপক্ষীয় অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা ।
সাক্ষাত্কালে নগুয়েন টান দুং হু চিনথাও'র সফরের উচ্চ মূল্যায়ন করেছেন । তিনি মনে করেন , এবারের সফর দু'দেশের সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উন্নয়নকে ত্বরান্বিত করেছে । হু চিনথাও উত্থাপিত দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার প্রস্তাবটি তিনি সমর্থন করেছেন এবং আশা করেন , দু'পক্ষ আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে নতুন সহযোগিতার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবে ।
|