দু'দিনব্যাপী পূর্ব ও দক্ষিণ আফ্রিকার যৌথ বাজারের ১১তম শীর্ষ সম্মেলন ১৬ নভেম্বর জিবুতির রাজধানী জিবুতি সিটিতে শেষ হয়েছে । সম্মেলনে বিভিন্ন সদস্য দেশের প্রতি অবাধ বাণিজ্য এলাকা এবং শুল্ক লীগের নির্মাণ করতে প্রচেষ্টা চালানোর ওপর জোর দিয়ে বলা হয়েছে ,যাতে আঞ্চলিক একায়ন ত্বরান্বিত করা যায় ।
সম্মেলনে প্রকাশিত এক যৌথ ইস্তাহারে বলা হয়েছে, অংশগ্রহণকারী ২০ দেশের নেতারা বাণিজ্য, অর্থনীতি ও বেসরকারী বিভাগের উন্নয়ন, কৃষি, ভিত্তিমূলক ব্যবস্থাপনার নির্মাণসহ বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন । ইস্তাহারে ঘোষণা করা হয়েছে যে ,আনুষ্ঠানিকভাবে পূর্ব ও দক্ষিণ যৌথ বাজারের তহবিল ব্যবহার শুরু করবে ,একায়ন প্রক্রিয়ার স্বার্থে ক্ষতিগ্রস্ত পক্ষকে খেসারত দেবে এবং আঞ্চলিক ভিত্তিমূলক ব্যবস্থাপনার নির্মাণকে ত্বরান্বিত করবে ।
ইস্তাহারে কোমেসার অবাধ বাণিজ্য এলাকায় অংশ না নেয়া সদস্যদেশের প্রতি নতুন শীর্ষ সম্মেলনের আগে অংশ নেয়া এবং পরিকল্পনা অনুযায়ী শুল্কমুক্তের প্রতিবন্ধকতা কমানো , পরিকল্পিতভাবে শুল্ক লীগ প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়েছে ।
বৈঠকের পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কোমেসার মহাসচিব এরাস্টুস মওয়েনচা বলেছেন, কোমেসা চীনের সঙ্গে অনেক ক্ষেত্রে কার্যকরী সহযোগিতা চালিয়েছে । বর্তমানে দু'পক্ষের সহযোগিতার মধ্যে ভিত্তিমূলক ব্যবস্থাপনার নির্মাণ , রাস্তা, তথ্য প্রযুক্তি ও রেলপথসহ বিভিন্ন ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে ।
|