এপেকের ১৮তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৫ নভেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয় শুরু হয়েছে ।
এপেক হল এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ফোরাম । এই সংস্থা আঞ্চলিক অবাধ বাণিজ্য ও সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
১৯৮৯ সালে এপেক গঠিত হয় । তখন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করার আহ্বান জানান । যাতে পরস্পরের অর্থনৈতিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার করা যায় । যুক্তরাষ্ট্র , কানাডা ,জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয় দেশ এ আহ্বানের সক্রিয় সাড়া দেয়। একই বছরের নভেম্বর মাসে এপেকের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয় । ১৯৯১ সালের নভেম্বর মাসে এপেকের তৃতীয় মন্ত্রী পর্যায়েরসম্মেলন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয় । এই সম্মেলনে এপেকের মর্ম ও লক্ষ্য নির্ধারিত হয়েছে ।
এপেকে যে স ব সিদ্ধান্ত নেয়া হয়েছে , সমস্ত সদস্য দেশ তা সায় দিলে তা গৃহিত হবে । অবাধ বাণিজ্য ও অর্থনীতি এবং প্রযুক্তি সহযোগিতা হল এপেকের দু'টি গুরুত্বপূর্ণ অংশ ।
এপেকে এখন ২১টি সদস্য দেশ আছে । এগুলো হল : চীন , অস্ট্রেলিয়া , ব্রুনেই , কানাডা , চিলি , চীনের হংকং , ইন্দোনেশিয়া , জাপান , দক্ষিণ কোরিয়া , মেক্সিকো , মালয়েসিয়া , নিউজিল্যান্ড , পাপুয়া নিউ গিনি , পেরু , ফিলিপিন , রাশিযা , সিংগাপুর , চীনের তাইওয়ান , থাইল্যান্ড , যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম ।
এপেকের সদস্য দেশের মোট লোকসংখ্যা বিশ্বের লোকসংখ্যার ৪০.৮ শতাংশ । মোট ভূমি বিশ্বের ৪৭ শতাংশ । মোট জি ডি পি বিশ্বের জি ডি পি পরিমাণের ৬০ শতাংশ । এপেকের বাণিজ্য পরিমাণ বিশ্বের ৪৭ শতাংশ । এটি হল বিশ্বে বৃহত্তম আঞ্চলিক সহযোগিতা সংস্থা । বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে এপেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
অনেক বছরের উন্নয়নে এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন , মন্ত্রী সম্মেলন , সচিবালয়সহ বিভিন্ন ব্যবস্থা গঠিত হয়েছে ।
|