v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-17 10:09:21    
চীনের গ্রামীণ রেডক্রস সোসাইটি

cri
    সমাজের ত্রাণ-সাহায্য সংস্থা হিসেবে রেডক্রস সোসাইটি শরনার্থীদের ত্রাণ-সাহায্যের দায়িত্ব পালন করে থাকে এবং সক্রিয়ভাবে মানবিক ত্রাণ-সাহায্য কর্মসূচীতে নিয়োজিত থাকে । চীনের রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে । বর্তমানে চীনের ৩১টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল এবং হংকং ও ম্যাকাওয়ে চীনের রেডক্রস সোসাইটির শাখা প্রতিষ্ঠিত হয়েছে । তা ছাড়া চীনের বিভিন্ন প্রাথমিক স্তরে চীনের রেডক্রস সোসাইটির ৭০ হাজারেরও বেশি সংস্থাও গড়ে তোলা হয়েছে ।

    দক্ষিণ-পূর্ব চীনের উপকূলীয় ফু চিয়ান প্রদেশের শিশি শহরের চিংশাং থানায় একটি রেডক্রস সোসাইটি সংস্থা আছে , তা দাতব্যে নিয়োজিত স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে । এই সংস্থার উদ্যোগে চাঁদা ও ত্রাণ সামগ্রী সংগ্রহের ব্যবস্থা করা হয় । সংস্থার কাজ স্থানীয় জনসাধারণের সমাদর পেয়েছে ।     শিশি শহরের চিংশাং থানার বাসিন্দাদের সংখ্যা মাত্র ১০ হাজারেরও কম । কিন্তু বিদেশে বসবাসকারী এই থানার প্রবাসী চীনাদের সংখ্যা ১০ হাজারেরও বেশি । এই থানায় অধিবাসীদের বার্ষিক মাথাপিছু আয় ৮ হাজার ইউয়ানে দাঁড়িয়েছে । কিন্তু এই উন্নত ও স্বচ্ছল অঞ্চলে কোন কোন লোক রোগে আক্রান্ত হওয়া বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার দরুণ এখনো সমাজের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন ।

    থানায় একজন দরিদ্র গ্রামবাসীর মা রোগে আক্রান্ত হন । চিকিত্সার জন্য বহু ফি লাগল । তিনি ফিলিপাইনে বসবাসকারী একজন আত্মীয়ের কাছ থেকে অর্থ সাহায্য চেয়েছেন । গ্রামবাসী অশিক্ষিত । আত্মীয়ের কাছে চিঠি লিখে পাঠানোর জন্য তিনি থানার ফটোস্ট্যাট দোকানকার উ ছি ছাংকে অনুরোধ করলেন । গ্রামবাসীটি খুবই দরিদ্র । তার বাড়িতে কেরোসিন দিয়ে জ্বালানো বাতিও ব্যবহার করা যেতো না । এতে উ ছি ছাং খুব মর্মাহত হয়েছেন । তিনি গরীবদের সাহায্যের তহবিল গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন ।

    থানার বহু বৃদ্ধ-বৃদ্ধা খুব গরীব ছিলেন । জীবনযাপনের অসুবিধা কাটিয়ে উঠতে ফিলিপাইন ও হংকংয়ের আত্মীয়দের কাছ থেকে অর্থ সাহায্য চাওয়ার জন্য তারা উ ছি ছাংয়ের কাছে চিঠি লিখে পাঠানোর অনুরোধ করতেন । তাদের মধ্যে কেউ কেউ রোগে আক্রান্ত হয়েছেন আর কেউ কেউ বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন । তখন উ ছি ছাং লক্ষ্য করলেন যে , শি শি শহরের মতো উন্নত অঞ্চলেও গরীব মানুষ আছেন । তাদের অন্যদের সাহায্য প্রয়োজন ।

    এই ব্যাপারে উ ছি ছাং ও সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত ছিউ ইয়্যু শাং এক মত হয়েছেন । তাদের দু'জনের প্রচেষ্টায় ২০০১ সালের ১৭ জানুয়ারী ছিং শাং থানার রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয় । তারা থানার অধিবাসীদের জন্য বেশ কয়েকটি ত্রাণ-সাহায্যের ব্যবস্থা নিয়েছেন ।

    ছিউ ইয়্যু ইয়্যু চিং শাং থানার একটি ছেলে । ৭ বছর বয়সে সে হৃদরোগে আক্রান্ত হয় । পরিবারের দারিদ্রের দরুণ সে চিকিত্সা গ্রহণ করতে পারতো না ।

    খবর জেনে ছিউ ইয়্যু শাং ও উ ছি ছাং এবং রেডক্রস সোসাইটির অন্যান্য কর্মীরা ছিউ উয়্যু ইয়্যুর বাড়িতে গেলেন । ইয়্যু ইয়্যু মুমূর্শু অবস্থায় বিছানায় শুয়ে আছে । পাশে তার বাবা মা কাঁদছেন । তার বাড়ি থেকে বেরিয়ে আসার পর তারা ছেলেটিকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন । একই দিন সন্ধ্যায় চিং শাং থানার রেডক্রস সোসাইটি পরিষদের একটি জরুরী সভা আয়োজন করা হয় । বিভিন্ন গ্রাম থেকে আসা তিরিশ জনেরও বেশি সদস্য এই সভায় অংশ নেন । ছিউ ইয়্যু ইয়্যুকে সাহায্য করার জন্য সবাই চাঁদা দেন । তার পর আরো বেশি চাঁদা দিতে সোসাইটি গ্রামবাসীদেরও পরামর্শ দেয় । ফলে তারা মোট ১.৩ লাখ ইউয়ান নগদ চাঁদা সংগ্রহ করলেন ।

    ছিউ ইয়্যু ইয়্যুকে চীনা গণ মুক্তি ফৌজের ফুচৌ সামরিক এলাকার সাধারণ হাসপাতালে ভর্তি করা হয় । ৪ মাস পর ইয়্যু ইয়্যু আরোগ্য লাভের পর স্কুলে ফিরে গেল ।

    যখন সংবাদদাতা লিয়াং সান স্কুলে পৌঁছুলেন , তখন ইয়্যু ইয়্যু ও তার সহপাঠীরা আনন্দের সঙ্গে খেলার মাঠে খেলছিল । সংবাদদাতা তার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন ।

    ইয়্যু ইয়্যু সংবাদদাতাকে বলেন , যখন সে তৃতীয় শ্রেণীতে পড়তো , তখন সে হেঁটে চলতেও পারতো না । বড় হাসপাতালে চিকিত্সা গ্রহণের জন্য ১.১ লাখ ইউয়ান লাগার কথা । কিন্তু তার পরিবার খুবই দরিদ্র ছিল । থানার রেডক্রস সোসাইটিই তাকে বাঁচিয়েছে । সে বড় হওয়ার পর এই সংস্থা ও গ্রামবাসীদের মতো অন্যদের সাহায্য করবে । যাদের সাহায্য লাগবে , তাদেরকে সে সাহায্যের চেষ্টা করবে ।

    চিং শাং থানায় ছিউ ইয়ুন ইং নামে এক মেয়ে আছে । সে টিউমার রোগে ভুগছে । শরীরে দশ-বারোটি ডিমের মতো বড় বড় টিউমার ছিল । প্রচন্ড ব্যাথায় সে দিনে ও রাতে ঘুমোতে পারতো না । অস্ত্রোপচার করতে তাকে সাহায্য করার জন্য ছিউ ইয়্যু শাংয়ের উদ্যোগে আবারও চাঁদার ব্যবস্থা করা হল । তিনি বলেছেন ,

    ইয়ুন ইং মেয়ের অস্ত্রোপচারের জন্য টাকা পয়সা লাগবে । চাঁদা সংগ্রহে সাহায্য করার জন্য গ্রামের সর্দার রেডক্রস সোসাইটিকে অনুরোধ করলেন । রেডক্রস সোসাইটি পরিষদের একটি সভা অনুষ্ঠিত হল । পরিষদের সদস্যদের কাছ থেকে তিন চার হাজার ইউয়ান চাঁদা সংগ্রহ করা হয় । তার পর রেডক্রস সোসাইটির উদ্যোগে থানা ও বাইরের এলাকায়ও চাঁদা সংগ্রহের ব্যবস্থা করা হল । ফলে মোট ১.১ লাখ ইউয়ান চাঁদা সংগ্রহ সম্ভব হয় ।

    ছিউ ইয়ুন ইংকে হাসপাতালে ভর্তি করা হল । সে তিন চার বছর ব্যথ্যায় ভুগেছে । এখন তার রোগ সেরে উঠেছে । অস্ত্রোপচারের পর মেয়েটি স্কুলে লেখাপড়া করতে পারে । তার প্রতি যত্ন ও সাহায্য দেয়ার জন্য থানার রেডক্রস সোসাইটিকে সে খুব ধন্যবাদ জানিয়েছে ।

    ২০০১ সালের পর থেকে চিং শাং থানার রেডক্রস সোসাইটির উদ্যোগে মোট ৪ লাখ ইউয়ানেরও বেশি চাঁদা সংগ্রহ করা হয়েছে । এ সব চাঁদার সাহায্যে ৩ হাজারেরও বেশি লোক উপকৃত হয়েছেন ।

    চিং শাং থানার রেডক্রস সোসাইটি পরিষদের ৩৭জন সদস্য ছিলেন । এখন এই সংস্থার সদস্য সংখ্যা দু'শো বারো জনে দাঁড়িয়েছে । সংস্থার এই সব সদস্যরা থানার ১০টি গ্রামসহ বাইরের থানায়ও ছড়িয়ে আছেন । তারা ত্রাণ-সাহায্য কাজের জন্য নিজেদের আত্মনিয়োগ করছেন ।