২০০৬ -এর পর ২০০৭ সালে মক্কায় চীনের হজযাত্রীদের সংখ্যা প্রথম বারের মতো ৯ হাজার ছাড়িয়ে গিয়ে ন' হাজার ছ'শোতে দাঁড়িয়েছে ।
সম্প্রতি চীনের ইসলাম ধর্ম সমিতির ভাইস চেয়ারম্যান এ কথা বলেছেন ।
খবরে প্রকাশ , চীনের মুসলমানদের হজ পালনকারী দল ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মক্কায় যাবে ।
মক্কায় হজ পালন করা ইসলাম ধর্মের ৫টি প্রধান ধর্মীয় কাজের অন্যতম । ১৯৭৯ সালে মক্কায় চীনের মুসলমানদের হজ পালন আবার শুরু হওয়ার পর চীনের মুসলমানরা প্রতি বছর মক্কায় হজ পালন করে থাকেন । চীনের হজযাত্রীদের সংখ্যা নিরন্তরভাবে বৃদ্ধি পাচ্ছে ।
|