চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৬ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ভারত সফর করার জন্য দু'দেশের সরকার সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে । চীন আশা করে এবারের সফর অবশ্যই সফল হবে ।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট হু চিনথাও'র সফর হচ্ছে ১০ বছরের মধ্যে চীনের শীর্ষ নেতার প্রথম ভারত সফর । এই সফর দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীকে গভীর করা, রাজনৈতিক পারস্পরিক আস্থা ত্বরান্বিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা চালানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে । দু'পক্ষের নেতারা বৈঠকে দু'দেশের সম্পর্কের উন্নয়নের দিক নির্ধারণ করবেন এবং বিশ্বকে এক সঙ্কেত পাঠাবেন ।এই সংকেত হচ্ছে চীন -ভারত সম্পর্কের উন্নয়ন দু'দেশের জন্য সুযোগ দেয়ার পাশা পাশি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সক্রিয় অবদান রাখবে ।
তিনি বলেছেন, সফরকালে দু'দেশ অনেক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করবে এবং যৌথ বিবৃতি প্রকাশ করবে ।
তিনি জোর দিয়ে বলেছেন, চীন ও ভারতের সীমান্ত সমস্যায় চীনের মতামত খুবই স্পষ্ট ও দীর্ঘদিনের । চীন আশা করে ,দু'পক্ষ পরামর্শের মাধ্যমে ন্যায়বিচার,যুক্তিযুক্ত ও উভয়েই গ্রহণযোগ্য সমাধানের উপায় খুঁজে বের করবে ।
|