চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ১৬ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন অব্যাহতভাবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ফিলিস্তিন ও ইস্রাইল সমস্যার শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে ইচ্ছুক।
১৫ নভেম্বর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে একটি সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সিদ্ধান্তে গাজা অঞ্চলে ইস্রাইলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দা করা হয়েছে এবং সেখানে ইস্রাইলের সামরিক অভিযান বন্ধ করার দাবি জানানো হয়েছে। চীন সরকার এই সিদ্ধান্তের পক্ষপাতি।
সংবাদদাতাদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে চিয়াং ইয়ু বলেছেন, বর্তমান ফিলিস্তিন ও ইস্রাইলের উত্তেজনাসংকুল পরিস্থিতি নিয়ে চীন গভীর উদ্বেগ বোধ করে এবং ফিলিস্তিনের দখলকৃত ভূভাগে মানবাধিকার অবস্থার অবনতি হওয়া এবং মানবতাবাদী সংকটের ওপর নিবিড় মনোযোগ রাখছে। চীন ইস্রাইলকে শীঘ্রই সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় এবং আশা করে , উভয় পক্ষ সংশ্লিষ্ট পক্ষের মধ্যস্থতার প্রয়াসের সহযোগিতা করবে, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়।
|