চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৬ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ সুবিধাজনক সুযোগ ব্যবহার করে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে ।
তিনি বলেছেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করবে এবং আশা করে, বিভিন্ন পক্ষ সক্রিয়ভাবে ছ'পক্ষীয় বৈঠক সফল করার জন্য চেষ্টা চালাবে । তিনি আরো বলেছেন, একইদিন ভোরে এপেকের পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে , বিভিন্ন পক্ষ কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে । তারা একমত হয়েছে যে , সম্মিলিতভাবে ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে ।
|