চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ১৬ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন উন্মুক্ত ও গঠনমূলক মনোভাব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে আফ্রিকার শান্তি ও উন্নয়নের জন্য সক্রিয় ও নিরলস প্রচেষ্টা চালাবে।
চিয়াং ইয়ু বলেছেন, চীন ও আফ্রিকার সহযোগিতা হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার এক গুরুত্বপূর্ণ অংশ। এই সহযোগিতা কোন তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং কোন দেশের স্বার্থের ওপর হুমকি হবে না। চীন মনে করে, উন্নয়ন সমস্যা হচ্ছে বর্তমানে আফ্রিকার বড় সমস্যা। দরিদ্র, রোগ এখনো বহু আফ্রিকান দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। আফ্রিকার উন্নয়ন আফ্রিকার দেশগুলোর প্রচেষ্টার উপর নির্ভর করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আফ্রিকার স্থিতিশীলতা ও উন্নয়নের উপর আরো বেশি মনোযোগ এবং তার উন্নয়নের জন্য অপেক্ষাকৃত শিথিল পরিবেশ দেয়া উচিত।
চিয়াং ইয়ু বলেছেন, চীন আফ্রিকার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সহায়ক সমস্ত প্রচেষ্টার প্রশংসা এবং সমর্থন করে। চীন বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা করা এবং আফ্রিকার দেশগুলোকে দেয়া সমর্থন ও সাহায্য জোরদার করা স্বাগত জানায়।
|