১৬ নভেম্বর নেপাল সরকার ও বিরোধী গেরিলারা শান্তি চুক্তি স্বাক্ষরের সময় স্থগিত করেছে । দু'পক্ষ মনে করে আরো বেশি সময় নিয়ে চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা উচিত ।
নেপালের সাত দলীয় যৌথ সরকার এবং সরকার বিরোধী দল কেউই এর বিস্তারিত কারণ বলে নি ।নেপাল সরকারের আলোচনাকারী প্রতিনিধি দলের সদস্য বলেছেন, দু'পক্ষ শুধু অল্প বিষয় নিয়ে সবশেষে পরামর্শ করবে । নেপালের সরকার বিরোধী দলের সদস্যরাও বলেছেন, দু'পক্ষের প্রধান আলোচ্য বিষয়ে কোনো মতভেদ থাকবে না ।
জানা গেছে, ২৬ নভেম্বর চুক্তি স্বাক্ষর করা হবে । সরকার বিরোধী দলের প্রধান প্রাচান্দা ভারতের রাজধানী নয়া দীল্লিতে যাওয়ার কথা ।
|