১৫ নভেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবীতে আয়োজিত জাতি সংঘের আবহাওয়া পরিবর্তন সম্মেলনে যুক্তরাষ্ট্রের বায়ু পরিষ্কার নীতিপন্থা কেন্দ্রের প্রকাশিতএক রির্পোটে বলা হয়েছে, চীন, ব্রাজিল, ভারত সহ উন্নয়নশীল দেশগুলো গ্রীন হাউসের বিষক্ত নিষ্কাশন কমাতে কার্যকর ব্যবস্থা নিয়েছে । সুতরাং এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে কোন কোন পাশ্চাত্য দেশের অভিযোগ ভিত্তিহীন। এর আগে কয়েকটি পাশ্চাত্য দেশ অভিযোগ করেছে যে বায়ু সংরক্ষণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো কোন অবদান রাখে নি।
রিপোর্টে বলা হয়েছে, গ্রীণ হাউসের বিষাক্ত নিষ্কাশন কমাতে উন্নয়নশীল দেশগুলোর ব্যয় করার উপলদ্ধি থেকে বুঝা যায়, চীন ও ব্রাজিল ' একতরফাভাবে' বিষাক্ত নিষ্কাশন কমিয়ে এনেছে । ২০১০ সাল নাগাদ উল্লেখিত দু'দেশ যে বিষক্ত নিষ্কাশন কমিয়ে আনবে তা যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে. চীন ও ব্রাজিল নিজের শক্তির উপর নির্ভর করে ৭০ শতাংশ গ্রীণ হাউসের বিষক্ত নিষ্কাশন কমিয়ে এনেছে এবং ভারতও নিজের শক্তির উপর নিভর্র করে ৩০ শতাংশ বিষাক্ত নিষ্কাশন কমিয়ে এনেছে । কেবল ' কিয়োটো প্রোটোকল চুক্তির' চাপে এ তিনটি দেশ এ সব ব্যাবস্থা নিয়েছে তাই নয়।
|