১৬ নভেম্বর ভিয়েতআমের হ্যানয়ে এপেকের অষ্টদশ মন্ত্রী পর্যায়ের অধিবেশনে অংশগ্রহণকারী চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো আসোর মধ্যে বৈঠক হয়েছে ।
লি চাও সিং বলেছেন , সম্প্রতি জাপানের প্রধান মন্ত্রী আবে সিনজোর সফল চীন সফরে দু'দেশের সম্পর্ক ও পরিবেশ লক্ষণীয়ভাবে উন্নত হয়েছে এবং স্বাভাবিক কক্ষপথে ফিরে এসেছে । এই দুর্লভ সাফল্য দু'পক্ষের মিলিত প্রচেষ্টার ফল । দু'দেশের সম্পর্ক ক্ষুন্ন না করার জন্য উভয় পক্ষ সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে দু'দেশের স্পর্শকাতর সমস্যা নিষ্পত্তি করবে বলে লি চাও সিং আশা প্রকাশ করেছেন ।
তারো আসো বলেছেন , আবে সিনজোর চীন সফরের পর দু'দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফর বিনিময় লক্ষণীয়ভাবে বেড়ে গেছে । বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ও আদান প্রদান জোরদার হয়েছে । জাপান চীনের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে এই প্রবণতা আরো সম্প্রসারিত করতে ইচ্ছুক ।
|