সম্প্রতি প্রকাশিত চীন সরকারের বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংক ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মবিধি ১১ ডিসেম্বর থেকে চালু হবে । তখন চীনে বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংকের রেন মিন পি বিনিময়ের ব্যবসা সার্বিকভাবে শুরু হবে ।
১৬ নভেম্বর পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের আইন ব্যবস্থা কার্যালয় এবং চীনের ব্যাংকিং তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংকের ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মবিধি সম্পর্কে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। নিয়মবিধিতে লিপিবদ্ধ করা হয়েছে যে , বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংক এবং চীন ও বিদেশের যৌথ পুঁজিবিনিয়োজিত ব্যাংকের ন্যূনতম পুঁজি ১ বিলিয়ন রেন মেন পি হওয়া উচিত ।
ব্যাংকিং তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ চীনে বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংকের ২৬৯টি শাখা প্রতিষ্ঠিত হয়েছে । চীনে ১১১টি বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংক রেন মিন পি বিনিময়ের ব্যবসা চালু করার অনুমতি পেয়েছে । চীনে বৈদেশিক পুঁজিবিনিয়োজিত ব্যাংকগুলোর মোট পুঁজি ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।
|