১৬ নভেম্বর দু'দিনব্যাপী এপেকের ১৮তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ভিয়েতনামের হ্যানয়তে শেষ হয়েছে । সম্মেলন শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে ।
বিবৃতিতে বলা হয়, সম্মেলন পুনরায় ঘোষণা করছে যে, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা এবং বাণিজ্যের পুঁজি বিনিয়োগ অবাধায়ন ও সুবিধায়ন বাস্তবায়নের জন্য নির্ধারিত বোগর লক্ষ্যকে সমর্থন করবে , অর্থনৈতিক প্রযুক্তির সহযোগিতা ঘনিষ্ঠ এবং মানবজাতির নিরাপত্তা জোরদার করবে ,যাতে সম্মিলিত সমৃদ্ধি বাস্তবায়ন করা যায় ।
সম্মেলনে বোগর লক্ষ্যের বাস্তবায়ন ত্বরান্বিত করা সম্পর্কে হ্যানয় পরিকল্পনা গৃহীত হয়েছে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা সমর্থন করা , সকল ও একপক্ষীয় তত্পরতা জোরদার করা , উন্নতগুণগতমানসম্পন্ন আঞ্চলিক বাণিজ্য এবং অবাধ বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার উপর গুরুত্ব দেয়া হয়েছে ।
সম্মেলন এপেকের শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের প্রতি দোহা আলোচনা সংক্রান্ত পৃথক পৃথকভাবে বিবৃতি প্রকাশ করা এবং দোহা আলোচনার আবার শুরু করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ।
সম্মেলনে বাণিজ্য পুঁজি বিনিয়োগের অবাধায়ন ও সুবিধায়ন, দুর্নীতি বিরোধীতা করা, মানবজাতির নিরাপত্তা, এপেকের সংস্কারসহ বিভিন্ন দলিল গৃহীত হয়েছে ।
|