চীন-জাপান মৈত্রী পরিষদের আমন্ত্রণে জাপানী উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রতিনিধি দলের ১৫০জন শিক্ষার্থী ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চীন সফর করবে । দ্বিতীয় দল ৫০জন শিক্ষার্থী ১৯ ডিসেম্বর চীন সফর করবে ।
তারা পেইচিং, সি'আন, ছেংতু, শাংহাইসহ বিভিন্ন শহর সফর করবে এবং চীনা পরিবারে বসবাস করবে ।
চীনা এবং জাপানী শিক্ষার্থীদের পারস্পরিক সফর তত্পরতা নতুন পর্যায়ের চীন-জাপান মৈত্রী ২১ শতাব্দী কমিটির উদ্যোগে চীনা ও জাপানী শিক্ষার্থীদের আদান-প্রদান জোরদার করার জন্য দু'দেশের সরকারের অর্থনৈতিক সমর্থনে স্থাপিত হয়েছে ।
চলতি বছরের মে মাস থেকে জাপান চার দলে প্রায় ৮০০জন চীনা শিক্ষার্থীকে জাপান সফর করার আমন্ত্রণ জানিয়েছে।
|