ভিয়েতনামের হ্যানয়ে এপেক ১৮তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেয়া চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং ১৬ নভেম্বর ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী পিটার গর্ডন ম্যাককেই'র সঙ্গে সাক্ষাত্ করেছেন।
লি চাওশিং বলেছেন, চীন-ক্যানাডা কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। দু'দেশের সম্পর্ক কৌশলগত পর্যায় থেকে আরও উন্নত করার জন্য দু'দেশের শীর্ষ নেতৃবৃন্দের যোগাযোগ বাড়ানো, দ্বিপাক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা উচিত।
ম্যাককেই বলেছেন, ক্যানাডা দু'দেশের সম্পর্কে গুরুত্ব দেয় এবং অব্যাহতভাবে রাজনীতি, আর্থ-বাণিজ্য ও বিজ্ঞান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করা, পারস্পরিক সমঝোতা ও আস্থা বাড়ানো, আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু'দেশের আলোচনা ও সমন্বয় জোরদার করা এবং দ্বিপাক্ষীয় সম্পর্কের সুষ্ঠু বিকাশের প্রবণতা বজায় রাখতে ইচ্ছুক।
|