
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নোং দুক মানহ আর প্রেসিডেন্ট নগুয়েন মিনহ ট্রিয়েটের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৫ নভেম্বর ভিয়েতনামের তৃতীয় বড় শহর দা নানগে পৌঁছে ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।

দা নানগের বিমান বন্দরে হু চিন থাও লিখিত বক্তৃতা দিয়েছেন । তিনি বলেছেন, চীন ও ভিয়েতনাম হচ্ছে নদনদী ও পাহাড় সংলগ্ন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দু'দেশের জনগণের ঐতিহ্যিক মৈত্রী সুদীর্ঘকালের। নতুন শতাব্দীতে প্রবেশের পর দীর্ঘকালীন স্থিতিশীল, ভবিষ্যতমুখী, বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী এবং সার্বিক সহযোগিতার মূল নীতির ভিত্তিতে চীন ও ভিয়েতনামের সম্পর্কে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
হু চিন থাও বলেছেন, তিনি আশা করেন, এবারের সফর দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী আরো গভীরতর করবে, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা উন্নয়ন করবে, দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ ও সার্বিক সহযোগিতার সম্পর্ক এক নতুন পর্যায়ে প্রবেশ করবে।
ভিয়েতনাম হচ্ছে হু চিন থাওয়ের এবারের এশিয়ার চার রাষ্ট্র সফরের প্রথম ধাপ। সফরকালে তিনি হ্যানয়ে অনুষ্ঠিত ১৪তম এপেকের শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেবেন। তারপর তিনি যথাক্রমে লাওস, ভারত ও পাকিস্তান সফর করবেন।
|