১৫ নভেম্বর চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী ও মুখপাত্র ছোং ছুয়ান পেইচিংয়ে বলেছেন, চলতি বছরের ৯ মাসে চীন ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । ফলে চীন পাকিস্তানের তৃতীয় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে ।
ছোং ছুয়ান বলেছেন, সম্প্রতি চীন-পাক অবাধ বাণিজ্য এলাকার পঞ্চম দফা আলোচনা শেষ হয়েছে । দু'পক্ষ বাজারের অনুমোদন এবং অবাধ বাণিজ্য চুক্তির বিষয় নিয়ে একমত হয়েছে এবং বাস্তব অগ্রগতি অর্জন করেছে । চীন-পাক অবাধ বাণিজ্য এলাকার চুক্তি অচিরেই স্বাক্ষর করা হবে । এটা দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতিকে ত্বরান্বিত করবে ।
ছোং ছুয়ান আরো বলেছেন, পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ায় চীনের প্রকল্প চালানোর গুরুত্বপূর্ণ বাজার । সাম্প্রতিক বছরগুলোতে চুক্তি অনুসারে চীনের নির্মাণ প্রকল্পগুলোর বার্ষিক মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার ।
|