চলতি বছরের ৯ মাসে চীন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ১৭.৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । অনুমান করা হচ্ছে যে, এ বছর দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে ।
১৫ নভেম্বর আমাদের সংবাদদাতা চীনের বাণিজ্যমন্ত্রণালয় থেকে এ খবর পেয়েছেন ।
গত বছর দু'দেশের সরকার স্বাক্ষরিত যৌথ বিবৃতি অনুযায়ী, ২০০৮ সালে দু'পক্ষের বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে । এ লক্ষ্য একটু আগে বাস্তবায়িত হলো ।
জানা গেছে, চীন ও ভারতের বাণিজ্যে পরস্পরের অনুপুরক উপাদান বেশি । সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের বাণিজ্য দ্রুতভাবে উন্নত হয়েছে এবং বাণিজ্য মূল্য অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর ভারত ছিল চীনের একাদশ বাণিজ্যিক অংশীদার এবং চীন ছিল ভারতের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার ।
|