১৪ নভেম্বর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক রিপোর্টে বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিশেষজ্ঞরা সম্প্রতি ইরান থেকে সংগৃহিত নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। তাঁরা এর মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান ঘনিভুত ইউরেনিয়াম ও স্বল্প পরিমাণ প্লুটোনিয়াম আবিষ্কার করেছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক মোহাম্মদ মোস্তাফা এল-বারাদির দাখিল করা রিপোর্টে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরাণের কাছে কারাজ বর্জ্য পরমাণু উপকরণ কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টটি প্রমাণ করেছে যে, গত মাস থেকে ইরান মোট ১৬৪টি সেন্ট্রিফিউজের ভিতরে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস স্থাপন করেছে।
ইরান ব্যাখ্যা করেছে, ঘনিভুত ইউরেনিয়াম লাইট ওয়াটার রি-অ্যাক্টরের বর্জ্য উপকরণ থেকে আসার সম্ভাবনা আছে।
|