চীনের পররাষ্ট্রমন্ত্রণায়ের মুখপাত্র অফিস১৫ নভেম্বর বলেছেন, চীন আশা করে জাপান 'পরমাণু মুক্তকরণের তিনটি নীতিতে' অবিচল থাকবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার ক্ষেত্রে দায়িত্ববান হবে।
জাপান সরকার ১৪ নভেম্বর এক বিবৃতিতে বলেছে, জাপানের সংবিধান অনুযায়ী, জাপান নিজেকে সুরক্ষার জন্য নূন্যতম পর্যায়ের পরমাণু অস্ত্র অর্জন করতে পারে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অফিস এ সম্বন্ধে বলেছে, চীন আশা করে জাপান 'পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির' একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে কাড়কড়িভাবে চুক্তির শর্তাবলী মেনে চলবে। 'পরমাণু মুক্তকরণের তিনটি নীতিতে' অবিচল থাকবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে দায়িত্ববান হবে।
|