১৪ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাহম্মদ আহমাদী নেজাদ বলেছেন, ইরান অব্যাহতভাবে পারমাণবিক পরিকল্পনা ত্বরান্বিত করবে ।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০০৭ সালের ২০ মার্চের আগে ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তি অর্জন করার লক্ষ্য বাস্তবায়ন করবে ।
তখন আন্তর্জাতিক সম্প্রদায়ইরানের পারমাণবিক অধিকারকে স্বীকৃতি দেবে ।
তিনি আরো বলেছেন, ইরান আন্তর্জাতিক নীতির কাঠামোয় নিজের পারমাণবিক রাষ্ট্রের অবস্থান বাস্তবায়ন এবং ইস্রাইলসহ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করবে । ইরানের পারমাণবিক স্থাপনাসম্পর্কে তিনি বলেছেন, ইরান অবশেষে ৬০ হাজার সেনট্রিফুগাল সেপারেটার স্থাপন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে । কিন্তু এ উদ্দেশ্য বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা তিনি বলেন নি ।
|