সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আপনারা আগের মতো সুন্দর সুন্দর গান শুনতে পাবেন।
বাংলাদেশের বগুড়া জেলার অপূর্ব রেডিও ফ্যান ক্লাবের সভাপতি রনজিত বিশ্বাস(RANJIT BISWAS) আমাদের অনুষ্ঠানে ফিরোজ সাঁই-এর "এক সেকেন্ডের নেই ভরনা"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু আমাদের হাতে ফিরোজ সাঁইয়ের গাওয়া কোন গান নেই, এর জন্য আমি দুঃখিত। এখন আমি একটি ইংরেজী গান আপনাদেরকে উপহার দিচ্ছি। গানের নাম LEMON TREE।
বাংলাদেশের সিলেট জেলার সৈনিক আব্দুল সবুর আমাদের চাওয়া পাওয়াতে চীনা শিল্পীর কন্ঠে "একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গাঁয়ে" নামক বাংলা গান শুনতে চেয়েছেন। আসুন, বন্ধুরা, চীনা শিল্পী চেং সুইলানের কন্ঠে গানটি শুনি।
ভারতের পশ্চিম বঙ্গের (SHORT WAVE WORLD RADIO LISTENER'S CLUB'S প্রদীপ কুমার বসাক তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইয়ের বাংলা অনুষ্ঠান ১৯৯৬ সালের ২ ফেব্রুয়ারী থেকে নিয়মিত শুনছি। আমার খুব ভালো লাগে। এবার বাংলা গান প্রচার করার জন্য এ চিঠিতে একটি অনুরোধ পাঠালাম। আমি "মাটির কোলে খাঁটি মানুষ" নামে এ্যান্ড্রু কিশোরের গানটি শুনতে চাই। দুঃখিত, ভাই, আমি গানটি খুঁজে পাইনি। তাই "ভুল বুঝে তোমাকে"নামে এ্যান্ড্রু কিশোরের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। আশা করি আপনি পছন্দ করবেন।
বাংলাদেশের চট্টগ্রামের মোহনা রেডিও ডি এক্স ক্লাবের মোহাম্মদ ইমরান হোসেন রিটু তাঁর চিঠিতে লিখেছেন, আমার অনুরোধ এ অনুষ্ঠানে আব্দুল হাদী ভাইয়ের একটি গান শুনাবেন। অবশ্যই শোনাবো আমি। আসুন, একসঙ্গেঁ "সখী চলনা জলসা"নামে আব্দুল হাদীর কন্ঠে গানটি শুনি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষায় আছি। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। আবার কথা হবে।
|