v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-15 14:53:41    
আপনাদের অনুষ্ঠান আমার প্রিয়

cri
    রাজশাহী জেলা শ্রোতা মো: মিলন মাহমুদ তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন তনুন শ্রোতা। আমি এখন নিয়মিত আপনাদের অনুষ্ঠান শনে থাকি। আপনাদের অনুষ্ঠান শুনে আমি সারা বিশ্বকে এবং চীনকে জাতে চাই। আপনাদের অনুষ্ঠান আমার খুব প্রিয়। বিশেষ করে প্রত্যেক বুধবার ও শনিবারের বিশেষ অনুষ্ঠান মিতালী। আমার মনে হয় এ দুটো অনুষ্ঠান সকল শ্রোতাদের কাছে ভাল লাগে। যখন এ দুটো অনুষ্ঠানে আমাদের নিজের নাম শুনি আমরা সবাই খুব আনন্দিত। আমি কামনা করি আপনাদের অনুষ্ঠান আরও উন্নত হবে। বন্ধু মিলন মাহমুদ, আপনি আমাদের একজন নতুন শ্রোতা হলেও নিয়মিত আপনার চিঠি পাই। আপনার মত একজন ভক্ত শ্রোতা পেয়ে আমরা খুব খুশী। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনার পরামর্শ পেয়ে আমরা খুশী হবো। কারন আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে শ্রোতাদের সহযোগিতা দরকার।

    ঝিনাইদহ জেলার শ্রোতা শ্রী সুকদেব কুমার ঘোষ তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। সময় পেয়ে আমি আপনাদের পুরোটা অনুষ্ঠান শুনি। যদি রাতবেলায় আপনাদের অনুষ্ঠান শুনতে না পারি হাহলে আমি পরের দিন সকালে শুনি। আপনাদের প্রচারিত অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগে। প্রত্যেক শুনিবাররে মিতালি আমার সবচেয়ে প্রিয়। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমি আমাদের একজন পুরাতন বন্ধু। আমরা নিয়মিত আপনার চিঠি পেয়ে থাকি। আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মতামত থাকলে চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে শ্রোতাদের আন্তরিক পরামর্শ দরকার।

    চুয়াডাঙ্গা জেলার শ্রোতা ইমরান হামান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর একজন নতুন নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগে। আপনাদের অনুষ্ঠান শোনার মাধ্যমে আমি চীন তথা সারা বিশ্বের ঘটনামালা জানতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের জন্যে প্রচারিত হবে। আমি সি আর আই-এর একজন সদস্য হতে চাই। প্রিয় বন্ধু, প্রথমে আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে আমাদের বিভাগের একজন সদস্য গ্রহণ করবো। আপনার মতো একজন নতুন শ্রোতা পেয়ে আমরা খুব খুশী। আশা করি , নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবে। যদি চীন সম্বন্ধে কোন প্রশ্ন থাকে তাহলে আপনার চিঠিতে লিখবেন। আমরা অবশ্যই আপনার শ্রশ্নের উত্তর দিবো। কোনো মতামত থাকলেও আমাদের চিঠি লিখে জানাবেন। আমরা শ্রোতাদের ভাল ভাল প্রস্তাব ও পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত।

    নওগাঁ জেলার শ্রোতা হান্নান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন থেকে আমি বাংলা অনুষ্ঠা শুনি। তা ছাড়া আমি সব সময় বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগ বজায় থাকি। প্রত্যেক বছর সি আর আই যে জ্ঞান যাচাই প্রতিযোগিতা আয়োজন করে আমি তাতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। আমি দু'বার তৃতীয় শ্রেণীর পুরস্কার পেয়েছি। কিন্তু দু:খের ব্যাপার হল এ পযর্ন্ত আমি এক বারও বিশেষ পুরস্কার পাইনি। সুতরাং আমি চীন সফরের সুযোগ পাইনি। যাই হোক আগের মতো ভবিষ্যতেও আমি চীন আনর্র্জাতিক বেতারের আয়োজিত জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবো। আশা করি ভবিষ্যতে এক সময় আমি চীন সফরের সুযোগ পাবো।প্রিয় বন্ধু, আমি আমাদের একজন পুরাতন শ্রোতা। আপনি আমাদের আয়োজিত প্রতি জ্ঞান যাচাই প্রতিযোগিতায়অংশ নিয়েছেন। আপনি বলেছেন, এ পর্যন্ত আপনি বিশেষ পুরস্কার না পেয়ে বলে চীন সফরের সুযোগ পাননি। আপনি কোন দু:খ পাবেন না । আপনি সক্রিয়ভাবে আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন। হয়তো একদিন আপনি চীন সফরের সুযোগ পাবেন।

    আশা করি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে আপনার মতো শ্রোতার প্রস্তাব ও পরার্মশ দরকার।

    ফোরিদপুর জেলার শ্রোতা মো: মনোয়ার হোসেন টিটুল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের আপনাদের একজন পুরাতন বন্ধু। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের অনুষ্ঠান আমার এত মধুর লাগে যে লেখেই শেষ করা যাবে না। আমি আপনাদের অনুষ্ঠান মন প্রান দিয়ে শুনে থাকি। আমি আপনাদের কাছে আগে কয়েকটি চিঠি লিখেছি। কিন্তু তার উত্তর পাই নি। আমি একজন ছাত্র। পড়াশুনার পাশাপাশি আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। প্রিয় বন্ধু, ধন্যবাদ আপনি চিঠি লেখার জন্য। প্রত্যেক মাসে আমরা শ্রোতাদের কাছ থেকে হাজার হাজার চিঠি পেয়ে থাকি। বতর্মানে বাংলা বিভাগে মাত্র তিন জন লোক শ্রোতাদের চিঠিপত্র বাছাই করেন। তা ছাড়া , তাদের হাতে অন্যান্য কাজ থাকে। সুতরাং মাসে বেশ চিঠিক পড়তে পারেন নি। কিন্তু এবার আমরা আপনার চিঠি পড়েছি। আজকের এই অনুষ্ঠানে আপনার চিঠিও পড়ে শুনেছি। আমাদের এই মিতালী অনুষ্ঠানে আপনার চিঠি শোনার পর আপনার কেমন লেগেছে? আশা করি আপনি খুশী হয়েছে। ভবিষ্যতে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে জানাবেন। চীন সম্বন্ধে কোন প্রশ্ন থাকলেও আমাদের চিঠি লিখে জানাবেন।

    ভারতের আসামের শ্রোতা এম, এ হানান চোটুরি তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছি। আমি লক্ষ্য করেছি যে, এখন আপনাদের অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, আগে আধা ঘন্টার অনুষ্ঠান , এখন এক ঘন্টার অনুষ্ঠান । এটা সত্যিই প্রশংসনীয়। আমি প্রত্যেক শুনিবারের মিতালী খুব পছন্দ করি। এই অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয়। প্রিয় বন্ধু ধন্যবাদ। আসলে শ্রোতা ছাড়া আমাদের অনুষ্ঠান উন্নত হতে পারে না। কারণ আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে শ্রোতারা অনেক পরার্মশ দিয়েছেন এবং আমাদের জন্যে অনেক প্রস্তাব উত্থাপন করেছেন। এর জন্যে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন।

    কিশোরগঞ্জ জেলার শ্রোতা আশরাফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন পুরাতন শ্রোতা। নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের সুগ্রন্থিত, অনবদ্য বাংলা অনুষ্ঠান থেকে ভীষণ উপকৃত হচ্ছি। মুখোমু্খি অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক কিছু জ্ঞান জেনেছি। প্রত্যেক শুনিবারের মিতালী আমার সবচেয়ে প্রিয়। আমি এই অনু্ষ্ঠান পছন্দ করি। আমি চীনে বসবাসরত সুসলমানদের সম্পর্কে জানতে চাই। আশা করি আপনাদের অনুষ্ঠানে এ সম্বন্ধে কিছু বর্ণনা করা হবে। প্রিয় বন্ধু, আমাদের অনুষ্ঠান প্রশংসা করার জন্যে ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান আরও উন্নত করার অবকাশ আছে। অনুষ্ঠান উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। আমাদের অনু্ষ্ঠান সম্বন্ধে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। চীনে বসবাসরত মুসলমানদের সম্পর্কে পরের অনুষ্ঠানে অবশ্যই বণর্না করবো।