চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১৫ নভেম্বর পেইচিং ত্যাগ করে ভিয়েতনামে গিয়েছেন। তিনি ভিয়েতনাম, লাওস, ভারত ও পাকিস্তান চারটি দেশ রাষ্ট্রীয় সফর করবেন এবং ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ১৪তম এপেক অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেবেন।
এবার হচ্ছে চলতি বছরে চীনের শীর্ষ নেতার এশীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, এবারের সফর সার্বিকভাবে চীন ও উল্লিখিত চারটি দেশের মধ্যে সম্পর্ককে ত্বরান্বিতও গুরুত্ববহ করার জন্য তাত্পর্যপূর্ণ ও গভীর প্রভাব সম্পন্ন। এমনকি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতাকে ত্বরান্বিত করার ব্যাপারেও গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।
প্রেসিডেন্ট হু চিনথাওয়ের স্ত্রী লিউ ইয়োং ছিং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সম্পাদক, কেন্দ্রীয় অফিসের পরিচালক ওয়াং কাং, পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক ওয়াং চিয়া রুই, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক মা খাই ও বাণিজ্যমন্ত্রী বো সিলাই প্রেসিডেন্ট হু চিনথাওয়ের সফর সঙ্গী হয়েছেন।
|