v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-14 19:17:17    
চীন ব্যাপকভাবে আন্তর্জাতিক খনি খনন শিল্পেরসহযোগিতায় অংশ নেবে

cri
    সাম্প্রতিক কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে তেল , লৌহ আকরিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনি সম্পদের দাম শুধু বেড়ে যাচ্ছে । চীনের উপপ্রধানমন্ত্রী চেন পেইইয়েন ১৪ নভেম্বর পেইচিংয়ে শুরু হওয়া " চীনের আন্তর্জাতিকখনি শিল্প সম্মেলন-২০০৬"-এ বলেছেন , বিভিন্ন পক্ষ ইতিবাচক তত্পরতার মাধ্যমে গোটা বিশ্বের খনিজজাত দ্রব্যের বাজার স্থিতিশীল করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন । তিনি বলেন , এ জন্যে চীন আরও ব্যাপকভাবে আন্তর্জাতিক খনি খনন শিল্পের সহযোগিতা ও বাণিজ্যে অংশ নেবে ।

    চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে জ্বালানি শক্তি ও কাচামাল সম্পর্কে চীনের চাহিদা অনবরতভাবে বেড়ে যাচ্ছে এবং খনিজজাত দ্রব্যের বাণিজ্যমূল্য দ্রুতগতিতে বৃদ্ধিপাচ্ছে । এক পরিসংখ্যানে জানা গেছে , গত ৫ বছরে চীনের খনিজজাত দ্রব্যের আমদানি-রপ্তানির বাণিজ্যমূল্য প্রায় দ্বিগুণ বেড়েছে । কিন্তু অভিজ্ঞতার অভাবে আন্তর্জাতিক বাজারে চীনের খনিজপদার্থ নিজের মর্যাদা অর্জন করেনি । ইসপাত ও লোহা শিল্পের কথা ধরা যাক । লৌহ আকরিকের দাম সম্পর্কিত বৈঠকে চীনের ইসপাত ও লৌহ শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে পরপর দু বছর ধরে শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের পেশকৃত দাম মেনে নিতে বাধ্য হয় ।

    চেন পেইইয়েন ১৪ নভেম্বর শুরু হওয়া চীনের আন্তর্জাতিক খনিন শিল্প সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের ২০০০ সরকারী কর্মকর্তা , বিশেষজ্ঞ ও পন্ডিত , শিল্পপতি এবং তহবিল সংস্থার প্রতিনিধিদের বলেছেন , সাম্প্রতিক কয়েক বছরে তেল, লৌহ আকরিক সহ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের দাম বেশি হওয়া যেমন ক্রেতাদের জন্য উপকারী নয় তেমনি উত্পাদনকারীদেরও দীর্ঘকালের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় । এখন জানা গেছে ,বেশির ভাগ খনি পদার্থের মজুত পরিমাণ অত্যন্ত পর্যাপ্ত, উন্নয়ন ও প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়ছে । আন্তর্জাতিক খনিন খনন শিল্পের উচিত মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে পরিমাপের কাজ জোরদার করা। অব্যাহতভাবে খনিজজাতদ্রব্যেরসরবরাহ বাড়াতে হবে এবং সক্রিয়ভাবে বাণিজ্যের পদ্ধতি পরিবর্তন করে খনিজ দ্রব্য বাজারের মূল্যের স্থিতিশীলতাত্বরান্বিত করতে হবে ।

    চেন পেইইয়েন বলেছেন , চীন উত্পাদনকারী ও ব্যবহারকারীদের মধ্যে পরামর্শ ও সংলাপ করা, দামের একচেটিয়া বিরোধিতা করা এবং সুষম বাণিজ্য ত্বরান্বিত করার পক্ষপাতি । তিনি বলেছেন , চীন মনে করে যে , উত্পাদনকারী দেশ হোক বা ব্যবহারকারী দেশ হোক সকলের সমতার ভিত্তিতে কথা বলার অধিকার থাকা উচিত । চীন সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিলে প্রচেষ্টা চালিয়ে সম্পদের উত্পাদন ও ব্যবহারের সম্পর্কপরিচালনা করে আন্তর্জাতিক খনিজ পদার্থবাণিজ্যের সুষ্ঠু বিকাশ ত্বরান্বিত করতে ইচ্ছুক ।

    চেন পেইইয়েন বলেছেন , সারা বিশ্বে খনিজ সম্পদের ভারসাম্যহীনবিন্যাস স্থির করেছে যে , বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশ পুরোপুরি নিজের সম্পদের উপর নির্ভর করে নিজের উন্নয়নের চাহিদা মেটাতে পারে । তাই আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা চীনের অনিবার্য বাছাই ।

    বিশ্ব ব্যাংকের তেল , প্রাকৃতিক গ্যাস , খনি খনন শিল্প ও রসায়ন শিল্পের প্রেসিডেন্ট রসাদ রুদর্ফ কাল্ডানি সম্মেলনে চীনকে স্মরণ করিয়ে দিয়েছেন , খনিজ পদার্থ বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি বর্তমানের কিছু নেতিবাচক সমস্যার সমাধানে গুরুত্ব দিতে হবে । তিনি বলেছেন , কার্যকর ও টেকসইভাবে খনিজ পদার্থের চাহিদা মেটানোর জন্যে চীনের খনি খনন শিল্পকে ধারাবাহিক চ্যালেন্জের মোকাবেলা করতে হবে ।সবচেয়ে কঠিন চ্যালেন্জ হল কিভাবে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা । তার পর পরিবেশ দূষণ কমানো, আবহাওয়ার দূষণ কমিয়ে দিয়ে জ্বালানী শক্তির কার্যকরিতা উন্নত করা , গ্রীন হাউসের বায়ুর নিঃ সরণ কমিয়ে দেয়া ইত্যাদি ।

    এর পরিপ্রেক্ষিতে চীনের উপপ্রধানমন্ত্রী চেন পেইইয়েন বলেছেন , চীন খনি খনন শিল্পের টেকসই উন্নয়ন জোরদার করবে , শিল্পপ্রতিষ্ঠানকে প্রকৌশলগত উন্নয়ন করতে উত্সাহ দেবে এবং সম্পদ উন্নয়ন ও পরিবেশ রক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ।