চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ১৪ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন এপেকের সদস্যদের সঙ্গে মিলে কোরিয় উপদ্বীপের পরিস্থিতি প্রশমনের জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
চিয়াং ইয়ু বলেছেন, এপেকের সংশ্লিষ্ট সদস্যদের কোরিয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্তকরণ, উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, সংলাপ ও আলোচনার মাধ্যমে উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানসহ নানা বিষয়ে অভিন্ন স্বার্থ জড়িত। এসব বিষয়ে দেশগুলো এবং কাছাকাছি অবস্থান অবলম্বন করছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে কোরিয় উপদ্বীপের পরিস্থিতি প্রশমন করা এবং কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছয় পক্ষীয় বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় শুরু করার জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
|