জাপান সরকার ১৩ নভেম্বর উত্তর কোরিয়ায় গাড়ি ও মাংসসহ ২৪ রকম বিলাসদ্রব্য রপ্তানী নিষিদ্ধ করেছে।
এই ২৪ রকম পণ্যের মধ্যে রয়েছে টানি, ক্যাভিয়ার, গোমাংস, তামাক, মদ, বড় গাড়ি, ঘড়ি, চলচ্চিত্র-প্রদর্শনের যন্ত্র, কলম, কারপেট, পারফিউম , মণি ইত্যাদি। পরিকল্পনা অনুযায়ী, ১৪ নভেম্বর জাপানের মন্ত্রীসভার অধিবেশনে বিদেশী মুদ্রা পরিচালনা আইনে রপ্তানী বাণিজ্য সংক্রান্ত ধারা সংশোধন করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জাপান সরকার কর্তৃক উত্তর কোরিয়ায় রপ্তানী নিষিদ্ধ পণ্যের তালিকা দাখিল করার কথা।
গত মাসের প্রথম দিকে, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর জাপান এককভাবে উত্তর কোরিয়ায় বিলাসদ্রব্য রপ্তানী নিষিদ্ধসহ দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
|