চীনের কেন্দ্রীয় ব্যাংক-চীন গণ ব্যাংকের ভাইস গভর্নর সু নিন ১৩ নভেম্বর বলেছেন , বর্তমানে চীনে ঋণ দান ও আর্থিক শৃংখলা গড়ে তোলার ব্যাপারে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে । ঋণ দান ও পরিশোধের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহ সংক্রান্ত একটি তথ্য ভান্ডার প্রতিষ্ঠিত হয়েছে।
চীনের শানতুং প্রদেশের চিনান শহরে অনুষ্ঠিত একটি আর্থিক ফোরামে দেয়া ভাষণে তিনি বলেছেন , চীনের ঐতিহ্যিক পরিকল্পনা অর্থনীতি সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির দিকে রূপান্তরিত হওয়ার পাশাপাশি কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তি ব্যাংকের ঋণ পরিশোধ না করার মতো অবৈধ আচরণ শুরু করেছে । ফলে বাজার অর্থনীতির স্বাভাবিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
তিনি বলেছেন , চীনের ঋণ দান ব্যবস্থা ও আর্থিক শৃংখলা যাতে সুষ্ঠুভাবে কার্যকরী করা যায় , সেজন্য চীন ঋণ দান ও পরিশোধের দিক থেকে শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আর্থিক তথ্য সংক্রান্ত একটি তথ্য ভান্ডার গড়ে তুলেছে ।
|