১৩ নভেম্বর ওয়াশিংটনে প্রকাশিত মার্কিন আন্তর্জাতিক শিক্ষা সমিতি অর্থাত্ আইআইই'র এক রিপোর্টে বলা হয়েছে , গত শিক্ষা বর্ষের তুলনায় ২০০৫ থেকে ২০০৬ শিক্ষা বর্ষে লেখাপড়ার জন্য চীনে যাওয়া মার্কিন ছাত্রছাত্রীদের সংখ্যা ৩৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৩ শো উননব্বইয়ে দাঁড়িয়েছে । বিদেশে মার্কিন ছাত্রছাত্রীদের লেখাপড়ার দশটি প্রধান দেশের মধ্যে চীন একমাত্র এশিয় দেশে পরিণত হয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে , ২০০৫ থেকে ২০০৬ শিক্ষা বর্ষে লেখাপড়ার জন্য বিদেশে যাওয়া মার্কিন ছাত্রছাত্রীদের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে । এর মধ্যে অ-ইংরেজী ভাষাভাষী দেশ হিসেবে চীনে যাওয়া মার্কিন ছাত্রছাত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ।
লেখাপড়ার জন্য এশিয়া ও দক্ষিণ আমেরিকার অ-ইংরেজী ভাষাভাষী দেশগুলোতে যাওয়া মার্কিন ছাত্রছাত্রীদের আগ্রহ বেড়ে গেছে । সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন যে , এই সব দেশ মার্কিন ছাত্রছাত্রীদের ভবিষ্যত ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা ও যোগ্যতা প্রদান করতে পারবে ।
|