জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেইন ডুজারিক ১৩ নভেম্বর ঘোষণা করেছেন যে, জাতিসংঘ মহাসচিব কফি আনান ও আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান আলফা ওমার কোনারে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য দেশ, ই ইউ ও আরব লীগসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ সম্মেলনে দারফুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
খবরে প্রকাশ, সম্মেলনটি ১৬ নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে সুদান সরকারের প্রতিনিধিও অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন পক্ষ দারফুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবে, যাতে স্থানীয় শান্তি প্রক্রিয়ার উন্নয়ন করা যায়।
এদিন, জাতিসংঘ শান্তি-রক্ষী বিষয়ক সহকারী মহাসচিব হাদি আনাবি বলেছেন, সুদান সরকার দারফুরে জাতিসংঘের শান্তি-রক্ষী বাহিনী মোতায়েন দৃঢ়ভাবে বিরোধীতা করায় জাতিসংঘ দারফুরে শান্তি আলোয়নে আফ্রিকান ইউনিয়নের বিশেষ বাহিনীর অভিযান জোরদার এবং বিশেষ বাহিনীকে ৭.৭ কোটি মার্কিন ডলার সরবরাহ করবে।
একই দিন সেনেগালের প্রেসিডেন্ট আবডৌলাইয়ে ওয়াডে জানিয়েছেন, সুদানের প্রেসিডেন্ট ওমার আল-বাশির এক চিঠিতে বলেছেন, সুদান নির্দিষ্ট শর্তে দারফুরে শান্তি-রক্ষী বাহিনী মোতায়েনের জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করবে।
|