এ মাসে চীনের শেনশি আর আনহুই প্রদেশ পরপর "দক্ষিণ কোরিয়া মৈত্রী সপ্তাহ" অনুষ্ঠিত হবে।
"চীনের শেনশি---দক্ষিণ কোরিয়া মৈত্রী সপ্তাহ" ১৭ থেকে ২১ নভেম্বর সিআন শহরে অনুষ্ঠিত হবে। "মৈত্রী সপ্তাহ" চলাকালে দক্ষিণ কোরিয়ার পর্যটন আলোকচিত্র প্রদর্শনী, দক্ষিন কোরিয়ার চলচ্চিত্র সপ্তাহ, চীন-দক্ষিন কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুঁজি বিনিয়োগ ও বাণিজ্য আলোচনা সভাসহ ধারাবাহিক তত্পরতা অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দল স্থানীয় হাই-টেক শিল্প উন্নয়ন অঞ্চল পরিদর্শন করবে।
"চীনের আনহুই--দক্ষিণ কোরিয়া মৈত্রী সপ্তাহ" ২১ থেকে ২৬ নভেম্বর হোফেইয়ে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠানগুলোর ৫০ জনেরও বেশি প্রতিনিধি আনহুইতে যাবেন এবং আনহুইয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে আনহুই প্রদেশ আর দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করবেন।
২০০৩ সাল থেকে দক্ষিণ কোরিয়া প্রতি বছর চীনের কয়েকটি প্রদেশ বেছে নিয়ে যৌথভাবে "মৈত্রী সপ্তাহ" আয়োজন করে আসছে। এখন পর্যন্ত চীনের ছয়টি প্রদেশে "দক্ষিণ কোরিয়া মৈত্রী সপ্তাহ" অনুষ্ঠিত হয়েছে।
|