১৩ অক্টোবর জার্মানীর প্রধানমন্ত্রী এ্যানজেলা মার্কাল বার্লিন সফররত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, আফগানিস্তানে মোতায়েন জার্মান বাহিনী দক্ষিণ আফগানিস্তানে যাবে না ।
তিনি বলেছেন, জার্মানী এর বাহিনী উত্তর আফগানিস্তানে মোতায়েন রাখার সিদ্ধান্ত পরিবর্তন করবে না । তিনি সতর্ক করে বলেছেন, উত্তর আফগানিস্তানে জার্মান বাহিনীর সৈন্য সংখ্যা কমানো হচ্ছে এক ধরনের ঝুঁকি , এটি খুবই ভূল হবে । এর পাশাপাশি তিনি বলেছেন, জরুরী অবস্থার সম্মুখীন হলে, জার্মান বাহিনী দক্ষিণ আফগানিস্তানে মোতায়নকৃত যৌথ বাহিনীকে সাহায্য করবে ।
১৩ নভেম্বর জার্মান সংবাদমাধ্যমের এক খবরে জানা গেছে, ন্যাটোর মহাসচিব জাপ দে হূপ শেফার জার্মানীসহ অন্যান্য দেশের প্রতি নির্দেশ অনুসরণ করা এবং সে অনুযায়ী আফগানিস্তানের যে কোনো প্রয়োজনীয় অঞ্চলে বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ।
ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ৩৭টি দেশ থেকে আসা ৩০ হাজারেরও বেশি সৈন্য নিয়ে গঠিত । এদের মধ্যে জার্মান সৈন্য প্রায় ২৮০০ জন ।
|