চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়াসুয়ান ১৪ নভেম্বর পেইচিংয়ে ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাসিমো দালেমার সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন সরকার ইতালি সরকারের সঙ্গে চীন-ইতালি সম্পর্ক অব্যাহতভাবে নতুন পর্যায়ে ত্বরান্বিত করতে ইচ্ছুক।
তিনি বলেছেন, চীন ও ইতালির ঐতিহাসিক ও সাংস্কৃতি ঐতিহ্য, রাজনৈতিক ব্যবস্থা, মূল্যবোধ ও উন্নয়নের কাঠামোয় কিছুটা মিল রয়েছে। এবং উভয়ের মিলিত প্রচেষ্টায় সার্বিকভাবে নতুন কৌশলগত ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন সম্ভব হবে।
দালেমা বলেছেন, ইতালি সরকার চীনের সঙ্গে সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং অধিকতরভাবে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
|