১৩ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব কফি আনান ও আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান আলফা ওমার কনারে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদেশ, ইইউ, আরব লীগ, কঙ্গো, গ্যাবোন ও মিসরের প্রতিনিধিবৃন্দ সুদানের দার্ফুর পরিস্থিতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেছেন, ১৬ নভেম্বর ঈথিওপিয়ার রাজধানী আদ্দিসআবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সে সময় সুদান সরকারের প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। তাছাড়া, সম্ভবত সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন। এবারের সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন পক্ষের দার্ফুর পরিস্থিতি নিয়ে আলোচনা করা। যাতে স্থানীয় শান্তিপূর্ণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়।
|