v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-14 13:51:54    
আন্তর্জাতিক কনফুসিয়াস সংস্কৃতি উত্সব ছুফুতে অনুষ্ঠিত

cri

    কিছু দিন আগে আন্তর্জাতিক কনফুসিয়ান সংস্কৃতি উত্সব কনফুসিয়াসের জন্মস্থান সাংতুং প্রদেশের ছুফু শহরে আয়োজিত হয়েছে । এক সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক উত্সবে প্রাচীন চীনের মহাজ্ঞানী কনফুসিয়াসের স্মরণে জাতি সংঘ শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ও চীনের সংশ্লিষ্ট বিভাগ মিলিতভাবে নানা ধরনের কমর্সূচী নিয়েছে ।

    এ বছর হলো কনফুসিয়ানের ২ হাজার ৫ শ' ৫৭ তম জন্মবার্ষিকী । এই উপলক্ষে কনফুসিয়াসের জন্মস্থান ছুফু শহর এবং তাইওয়ানের তাইপে ও তাইনানসহ বিভিন্ন স্থানের কনফুসিয়াস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মিলিতভাবে বিরাটাকার শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছেন ।

     জানা গেছে , এ বছর কনফুসিয়াস সংস্কৃতি উত্সবের প্রসঙ্গ হলো উত্কৃষ্ট ঐতিহ্যিক সংস্কৃতি সম্প্রসারিত করা , তাইওয়ান প্রণালীর দুই পারের সংস্কৃতি বিনিময় ও সহযোগিতা জোরদার করা । এই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে তাইওয়ান থেকে আসা চীনের কোমিংটাং প্রতিনিধি দলের নেতা , কোমিংটাংয়ের সাবেক চেয়ারম্যান মাদাম লিন ছেং চি ভাষণ দেয়ার সময় বলেছেন , চীনের সকল অধিবাসীর জন্য কনফুসিয়াস সবার হৃদয়ের শ্রদ্ধেয় ব্যক্তি । তার রু সম্প্রদায়ের চিন্তাধারা গত দু হাজারেরও বেশী সময় ধরে আমাদের রক্তে সঞ্চালিত হচ্ছে । তাই এই চিন্তাধারা আমাদের কথায় ও ব্যবহারে প্রতিফলিত হয়ে আসছে । আজ কনফুসিয়াসের জন্মস্থানে আসার সুযোগ পেয়ে আমি ধন্য মনে করি । আমি মনে করি কনফুসিয়াসের স্মৃতিচারণের আকার ও পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় , কনফুসিয়াসের চিন্তাধারা ও সংস্কৃতির সম্প্রসারণ ও বাস্তবায়ন আরো বেশি গুরুত্বপূর্ণ । প্রণালীর দুই পার দীর্ঘ দিন আলাদা হয়েছে সত্য , তবু দুই তীরের অধিবাসীদের মধ্যে রক্তের সম্পর্ক আছে , সংস্কৃতির মূলও একটাই ।

   মাদাম লিন আরো বলেছেন ,তাইওয়ানের বিভিন্ন স্থানে কনফুসিয়াস প্রতিষ্ঠান আছে। তাইনানের প্রথম কনফুসিয়াস প্রতিষ্ঠান পঞ্চদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় । প্রতিবছর কনফুসিয়াসের জন্মবার্ষিকী উপলক্ষে তাইওয়ানবাসীরা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজন করে থাকে । এ বছর তাইওয়ানের প্রতিনিধি দল এই প্রথমবার কনফুসিয়াসের জন্মস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে ।

     কনফুসিয়াস প্রাচীন চীনের এক মহান চিন্তাবিদ , রাজনীতিবিদ , শিক্ষাবিদ ও রু সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা । তার চিন্তাধারা প্রাচীন চীনের দশর্ন , রাজনীতি , সংস্কৃতি , শিক্ষা , সামাজিক জীবন ও রীতিনীতিতে গভীর প্রভাব ফেলেছে । তার প্রচারিত চিন্তাধারা চীনা জাতির ঐতিহ্যিক সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে পারে। চীনে কনফুসিয়াসকে মহাজ্ঞানী বলা হয় । তার স্মরণে প্রতিষ্ঠিত কনফুসিয়াস স্মৃতিসদন , মন্দির ও বন অঞ্চলকে জাতি সংঘের ইউনেস্কো সংস্থা বিশ্ব সাংস্কৃতিক উত্তররাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ।

  এ বছরের ছুফু আন্তর্জাতিক কনফুসিয়াস সংস্কৃতি উত্সবে জাতিসংঘের ইউনেস্কো সংস্থা কনফুসিয়াস শিক্ষা পুরষ্কার বিতরণ করেছে । মরক্কোর শিক্ষা মন্ত্রণালয় ও ভারতের রাজাস্তানের নিরক্ষরতা দুরীকরণ মন্ত্রণালয় এই পুরষ্কার পেয়েছে । শিক্ষকতা কনফুসিয়াসের জীবনের এক গুরুত্বপূর্ণ কাজ । তার ধারণা , পারিবারিক অবস্থান অনুসারে ছাত্রদের ভাগ করা উচিত নয় , প্রত্যেক ছাত্রকে সমান শিক্ষার সুযোগ দেয়া উচিত । পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘের ইউনেস্কোর প্রতিনিধি থান ছিয়েন বলেছেন , জাতিসংঘ ইউনেস্কো সংস্থা এই প্রথমবার একজন মহান চীনার নাম দিয়ে শিক্ষা ক্ষেত্রের পুরষ্কারের নাম দিয়েছে । কনফুসিয়াস শিক্ষা পুরষ্কার বিতরণ থেকে এটা প্রমাণিত হয়েছে যে ইউনেস্কো কনফুসিয়াসের শিক্ষা সম্পর্কিত চিন্তাধারা এবং চীন সরকারের শিক্ষা ক্ষেত্রে , বিশেষ করে নিরক্ষরতা দুরীকরণ ক্ষেত্রের সাফল্যের গভীর মুল্যায়ন করে। এই পুরষ্কার বিতরণের মাধ্যমে ইউনেস্কো গোটা পৃথিবীতে গণ শিক্ষা , বিশেষ করে নিরক্ষর দূরীকরণের কাজ তরান্বিত করতে চায় ।

     সংস্কৃতি উত্সব চলাকালে ছুফু শহরে কনফুসিয়াস সদন প্রতিষ্ঠিত হয়। এই সদনে চীনের ঐতিহ্যিক সদনের রীতি অনুসারে ছাত্ররা প্রধানতঃ রু সম্প্রদায়ের চিন্তাধা শিখবেন এবং বিদেশের কনফুসিয়াস তত্ব গবেষণাকারীদের সঙ্গে মতবিনিময় করবেন ।