চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশনের অষ্টম জাতীয় সম্মেলন ১০ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । বর্তমানে সম্মেলনে এই ফেডারেশনের সনদ সংশোধন করা হবে এবং ফেডারেশনের নতুন নেতৃবৃন্দ নির্বাচণ করা হবে । অপেরা , চলচ্চিত্র, সংগীত ও নৃত্যসহ চীনের বারোটি শিল্পকলা বিভাগের মোট দেড় হাজার প্রতিনিধি এই সম্মেলনেঅংশ নিয়েছেন । এ ছাড়া হংকং ও ম্যাকাওয়ের ৫০জন প্রতিনিধি আমন্ত্রনক্রমে এই সম্মেলনে অংশ নিয়েছেন ।
জানা গেছে , চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশনের অধীনে মোট ৫২টি সাহিত্য ও শিল্পী দল আছে , এ মোট সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি ।
**পেইচিংয়ে আফ্রিকার দুটি প্রদর্শনী শুরু
সম্প্রতি ' আফ্রিকার শিল্পকর্ম প্রদর্শনী' ও ' আফ্রিকা দেশগুলোর মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনী' চীনের রাজধানী পেইচিংয়ের জাতীয় যাদুঘরে শুরু হয়েছে। চীন -আফ্রিকা সহযোগিতা ফোরামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পদস্থ কর্মকর্তারা, চীনে আফ্রিকার দেশগুলোরকুটনীতিকরা এবং পেইচিংয়ের নাগরিকরা এ দুটি প্রদর্শনী পরিদর্শন করেছেন ।
এ দুটি প্রদর্শনীতে আফ্রিকার দেশগুলোর তিন শতাধিক কাঠ খোদাই ও তৈলচিত্রসহ অনেক শিল্পকর্ম আর ৪৮টি আফ্রিকা দেশের চার শতাধিক মুদ্রা স্থান পেয়েছে।
**আন্তর্জাতিক উপহার প্রদর্শনী পেইচিংয়ে শুরু
১০ নভেম্বর চীনের জাতীয় যাদুঘরে আন্তর্জাতিক উপহার প্রদর্শনী শুরু হয়েছে । এতে ২৬০টি মূল্যবান উপহার প্রদর্শীত হয়েছে । এই প্রদর্শনীএ বছরের শেষ নাগাদ স্থায়ী হবে । এই প্রদর্শনীতে চীনের নেতৃবৃন্দকে পৃথিবীর শতাধিক দেশ ও অঞ্চলের সরকার , রাষ্ট্রপ্রধান ও মৈত্রী সংগঠনের দেয়া উপহার স্থান পেয়েছে । এ সব উপহার থেকে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে চীনের বন্ধুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিফলিত হয়েছে ।
**চীনের আন্তর্জাতিক ফ্যাশিন সপ্তাহ পেইচিংয়ে শুরু হচ্ছে
চীনের আন্তর্জাতিক ফ্যাশিন সপ্তাহ ১৫ নভেম্বর পেইচিংয়ে শুরু হবে । ফ্যাশিন সপ্তাহে তিন হাজার নতুন ডিজাইনের পোশাক প্রদর্শিত হবে । চীন , রাশিয়া , জাপান , ইতালি ও ফ্রান্সের ৩৫জন ডিজাইনার এই ফ্যাশিন সপ্তাহে অংশ নেবেন । পৃথিবীর ৩৪টি বিখ্যাত পোশাক কোম্পানির তৈরী পোশাকগুলো এই ফ্যাশিনসপ্তাহে প্রদর্শীত হবে।
|