v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-14 10:07:05    
'উপহার' ইত্যাদি গান

cri
    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের জনপ্রিয় কয়েকজন শিল্পীর নতুন কিছু অ্যালবামের কয়েকটি গান শোনাবো।

    হ্যাঁ শ্রোতাবন্ধুরা ১১ বছর আগে এক সন্ধ্যায়, থাং রাজবংশ রক দলের সংগীত ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্ব চাং চু একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এক বছর পর, তার স্মরণে 'চাং চুর সঙ্গে আবার দেখা হবে' শীর্ষক একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০০৫ সালের এপ্রিল মাসে, চাং চু'র বন্ধুরা প্রয়াত বন্ধুর জন্য উত্সর্গিত আরো অন্য একটি অ্যালবাম তৈরী করেছেন। এই অ্যালবামটির নাম উপহার। এই অ্যালবামটি প্রকাশের পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে। বিখ্যাত রচয়তা লুয়ান শুকাং নতুন এই অ্যালবামের জন্য গান লেখাসহ পরিচ্ছন্নভাবে এলবামটি তৈরী করেছেন। চাংচু'র ভালো বন্ধু স্যু ওয়েই, চৌ শিয়াও ও, চাং ছু, কাও ছি, ওয়াং ফেং, লি ইয়ানলিয়াং ও থাং রাজবংশ দলের অন্যান্য সদস্যরা অ্যালবামটি তৈরীতে সকল প্রকার সহায়তা অংশ প্রদানসহ সংগীতে নিয়েছেন। 'উপহার' এই অ্যালবামে রক, লোক সঙ্গীত, ইলেকটনিক মিক্রিংসহ বিভিন্ন স্টাইলের ১৩টি গান রয়েছে। প্রত্যেকটি গানেই চাংচুর বন্ধুরা অকৃত্তিম ভালোবাসা আর আবেগ দিয়ে চাংচুকে স্মরণ করেছেন।

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'উপহার'। এটা শুধু চাং চু'র জন্য নয়, বরং হাজার হাজার বছর ধরে বেঁচে থাকা সকল মানুষের জন্য। চাংচুর অনুরাগীরা গানের ভেতর দিয়ে অপার সুখসহ জীবনকে মুল্যায়ন করতে পারে। এই অ্যালবামের গায়িকারা হচ্ছে চীনের জনপ্রিয় বিখ্যাত শিল্পী। তারা হলেনঃ তিং উ, স্যু ওয়েই, চৌ শিয়াও ও, লি ইয়ানলিয়াং ইত্যাদি। অ্যালবামটিতে অংশকারী শিল্পীদের সুরেলা কন্ঠ ও মাধূর্যময় সুরের আমেজ শ্রোতাদের হৃদয়েকে সহজেই অভিভূত করতে সক্ষম হয়েছে।

    লংখুয়ান চিউতুয়ান একটি নতুন বাদক দল। ২০০২ সালের জানুয়ারী মাসে পেইচিংয়ে দলটি প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সালের এপ্রিল মাস থেকে প্রকাশ্যে সংগীত পরিবেশনের পর, দলটি সঙ্গীত ক্ষেত্রে বিখ্যাত হয়ে উঠেছে। এই দলের দু'জন সদস্য উভয়েই প্রবীণ সংগীতজ্ঞ। গায়িকা লংখুয়ান নিজেই ব্রিটেনের সঙ্গীত ক্ষেত্রে একটানা ৪ বছর সংগীত চর্চায় নিয়োজিত ছিলেন এবং সে সময় তিনি পর পর দু'টো বাদক দল প্রতিষ্ঠা করেছেন, এবং একটি অ্যালবাম প্রকাশ করেছেন। লন্ডনে থাকাকালীন সময়েই, তিনি দ্রুতভাবে সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। এটা ভবিষ্যতে তার সঙ্গীতের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। চিউতুয়ানের আগের নাম ছিল থিয়ান পেং। তিনি ছিলেন ইলেকট্রনিক দল 'সুপারমার্কেট'-এর প্রধান ব্যক্তি। তিনি দু'টো অ্যালবাম প্রকাশ করেছেন এবং ফেই সিয়াং, হে চিং, ছেন হোং, হু বিনসহ বিভিন্ন গায়ক গায়িকাদের অ্যালবামে ও কন্ঠ শিল্পী হিসেবে অংশ নিয়েছেন। ২০০৫ সালের মে মাসে লংখুয়ান ও চিউতুয়ান বাদক দল প্রতিষ্ঠার পর প্রথম অ্যালবাম 'এই ধরনের সঙ্গীত শোনার সময় আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি' প্রকাশ করেন। সঙ্গীতে দু'জনের পারষ্পরিক সহযোগিতা খুবই চমত্কার। আসুন, এখন আমরা এই গানটি এক সঙ্গে শুনবো।

    দঃ কোরিয়ায় বসবাসকারী প্রবাসী চীনা গায়ক ছেন স্যু ৮০ দশকে জন্ম গ্রহণ করেন। সঙ্গীত ক্ষেত্রে প্রবেশ করার পর, তার সৃষ্ট স্টাইল বহু অনুরাগীদের কাছে প্রিয় হয়েছে। কিন্তু সম্প্রতি তিনি একটি আবেগপূর্ণ গান সৃষ্টি করেছেন। ফলে অনুরাগীদের কাছে তা বিষ্ময়ের ব্যাপার হয়ে দাড়িয়েছে। 'আমাকে শুধু একবার বলো, যদি তুমি এখনো আমাকে ভালোবেসে থাকো?' এই গান হচ্ছে ছেন স্যু'র নতুন স্টাইলের গান। 

    গানের কথা হলোঃ বহু বছরের ভালোবাসা কি করে ভুলি সে যে আবার এই হুদয়ে ফিরে এসেছে। স্মরণেরা বারবার যায় আর আসে। ভাবাবেগ ও ভালোবাসা যেন মিশে গেছে আত্মায় মাঝে। আমি ও তুমি প্রেমে মজেছি, কতইনা ভালো লাগা আর দুঃখ সুখের স্মৃতি। আমাকে বলো, যদি এখনো তুমি আমাকে ভালোবেসে থাকো? যদি তুমি এখোনো আমার কথা ভাবো? শুধু তোমার কাছ যেকে এ কথা শোনার পর, আমার এই জীবনে আর কোন পরিতাপ নেই। আমি তোমার জন্যই দুঃখের মাঝেও সুখে থাকবো।

    ২০০৩ সালে গায়ক চিয়াং খাই ওয়েই তাঁর প্রথম অ্যালবাম 'আমি চিয়াং খাই ওয়েই' প্রকাশ করেন। অ্যালবামের গানগুলোতে POP, R&B ও HIP-HOP -এর রয়েছে। এতে তাঁর সংগীতের কায় কাজ সুন্দর সার্বিকভাবে অনুরাগীদের সামনে তুলে ধরা হয়েছে।

    আপনারা এখন যে গান শুনছেন, তার নাম 'একটু খানি সুখ'। ঘীরলায়ের পাশা পাশি R&B এর দ্রুত স্টাইল, চিয়াং খাই ওয়েই'র কন্ঠে যেন সুন্দরভাবে ফুটে উঠেছে।

    থিয়ান জেন হচ্ছেন চীনের মূল-ভূভাগের একজন বিখ্যাত জনপ্রিয় গায়িকা। তার অনেক গান অনুরাগীদের কাছে খুবই পছন্দের। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমি আপনাদের থিয়ান জেনের গান 'পানের জন্য প্রস্তাব করো, আমার বন্ধু' শুনাবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য চীনের মূল-ভূভাগের কয়েকজন বিশিষ্ট শিল্পীর কয়েকটি জনপ্রিয় গান শোনালাম এবং তাদের জীবন ও গানের ওপর কিছু কথা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, এতক্ষণ আমাদের সঙ্গে থেকে সুরের ভুবন অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আবার কথা হবে।