v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-13 18:41:59    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১১/১৩

cri

 এ বছর হলো কনফুসিয়াসের ২৫৫৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আন্তর্জাতিক কনফুসিয়ান সংস্কৃতি উত্সব কনফুসিয়াসের জন্মস্থান সাংতুং প্রদেশের ছুফু শহরে আয়োজিত হয়েছে। এক সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক উত্সবে প্রাচীন চীনের মহাজ্ঞানী কনফুসিয়াসের স্মরণে ইউনেস্কো ও চীনের সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে নানা ধরনের কর্মসূচী নিয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার সংস্কৃতির সম্ভার আসরে ফোং সিয়াও ছিয়েন এবারের কনফুসিয়াস সংস্কৃতি উত্সব সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।

 এ বছরের গ্রীষ্মকালের শুরু থেকে দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশে ভয়ংকর খরা দেখা দিয়েছে। সময়, ব্যাপকতা ও প্রবলতার দিক থেকে গত ৫৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুতর বিপর্যয়। খরার দরুণ সি ছুয়ান প্রদেশের উত্পাদন ও জীবনযাত্রা দারুণভাবে ব্যহত হয়েছে। এক সরকারী পরিসংখ্যান থেকে জানা গেছে, সি ছুয়ান প্রদেশের ১০৮টি জেলা খরাকবলিত হয়েছে। প্রায় ১ কোটি লোক ও ৫৮ লাখেরও বেশি গবাদি পশুর খাবার পানির অভাব দেখা দেয়। বর্ষা আসার সঙ্গে সঙ্গে খরা দূর হয়েছে । খরা কবলিত এলাকাগুলোর জনসাধারণের উত্পাদন ও জীবনযাত্রার অবস্থা এখন কি রকম? আমাদের সংবাদদাতা সম্প্রতি পূর্ব সি ছুয়ান প্রদেশের নান ছুং শহরে গিয়েছেন। ১৫ নভেম্বর বুধবার সমাজ দর্পণ আসরে শি চিং উ চীনের সিছুয়ান প্রদেশের খরাকবলিত এলাকাগুলোতে উত্পাদন ও জীবনযাত্রা পুনপ্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে একটি বিবরণ পড়ে শোনাবেন।

 সম্প্রতি আফ্রিকার ৪৮টি দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তারা চীনের রাজধানী পেইচিংয়ে সম্মিলিত হয়ে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীন সরকারের পক্ষ থেকে আফ্রিকার দেশগুলোর উন্নয়ন সংক্রান্ত আটটি নতুন ব্যবস্থা ঘোষণা করেছেন। এর ভিত্তিতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও চীন-আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছেন। এতে চীন ও আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার অর্থনীতির অগ্রযাত্রা আসরে ইয়ু কুয়াং য়ুএ এর ওপর বিস্তারিত তথ্য জানাবেন।

 সমাজের ত্রাণ-সাহায্য সংস্থা হিসেবে রেডক্রস সোসাইটি শরণার্থীদের ত্রাণ-সাহায্যের দায়িত্ব পালন করে থাকে এবং সক্রিয়ভাবে মানবিক ত্রাণ-সাহায্য কর্মসূচীতে নিয়োজিত থাকে। চীনের রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। বর্তমানে চীনের ৩১টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল এবং হংকং ও ম্যাকাওয়ে চীনের রেডক্রস সোসাইটির শাখা প্রতিষ্ঠিত হয়েছে। তা ছাড়া চীনের বিভিন্ন প্রাথমিক স্তরে চীনের রেডক্রস সোসাইটির ৭০ হাজারেরও বেশি সংস্থাও গড়ে তোলা হয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার সেই গ্রাম এই জীবন আসরে থাং ইয়াও খান চীনের গ্রামীণ রেডক্রস সোসাইটি সম্পর্কে কিছু বলবেন।

 সুই জাতি একটি প্রাচীন জাতি। খ্রীষ্টপূর্ব ১৬০০ সালের কাছাকাছি সুই জাতির আদিম পূর্বপুরুষদের আর্বিভূত হয়। সুই জাতির লিখিত ভাষা-লিপিকলাও ঐ যুগে জন্মেছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের দক্ষিণাংশে অবস্থিত সুই ক নামে সুই জাতির একটি গ্রামে গিয়েছেন। ১৮ নভেম্বর শনিবার ওরা অনন্য আসরে থাং ইয়াও খান সুই জাতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।